‘রামায়ণ’-এর ‘রাবণ’ প্রয়াত

মঙ্গলবার বিদায় নিলেন বর্ষীয়ান অভিনেতা তথা প্রাক্তন সাংসদ অরবিন্দ ত্রিবেদী, যিনি হিন্দি টেলিভিশন জগতের দর্শকদের কাছে রাবণ হিসেবেই বেশি পরিচিত।

Written by SNS Delhi | October 7, 2021 6:24 pm

বর্ষীয়ান অভিনেতা তথা প্রাক্তন সাংসদ অরবিন্দ ত্রিবেদী (Photo:SNS)

মহালয়ার ঠিক আগের রাতে মঙ্গলবার বিদায় নিলেন বর্ষীয়ান অভিনেতা তথা প্রাক্তন সাংসদ অরবিন্দ ত্রিবেদী, যিনি হিন্দি টেলিভিশন জগতের দর্শকদের কাছে রাবণ হিসেবেই বেশি পরিচিত। তাঁর প্রয়াণে টুইটারে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, অরবিন্দ ত্রিবেদী ১৯৩৮ সালের ৮ নভেম্বর মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে জন্মগ্রহণ করেন। গুজরাতি থিয়েটার দিয়ে অভিনয়ে হাতে খড়ি হয়েছিল। এরপর রামানন্দ সাগরের অতি জনপ্রিয় ধারাবাহিক রামায়ণে রাবণের অভিনয় ভূমিকায় করেছিলেন তিনি। সেখান থেকেই ঘরে ঘরে ছড়িয়ে পড়ে তার নাম।

রামায়ণের পাশাপাশি আরেকটি জনপ্রিয় ধারাবাহিক ‘বিক্রম অউর বেতাল’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন । হিন্দি ও গুজরাতি মিলিয়ে তিনশোরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি।

দীর্ঘ ৪০ বছরের অভিনয় জীবনে বহু উল্লেখযোগ্য কাজ উপহার দিয়েছেন দর্শকদের। পেয়েছেন একাধিক সরকারি পুরস্কারও। অভিনয়ের পাশাপাশি পা রাখেন রাজনৈতিক জগতেও।

১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত ছিলেন বিজেপি সাংসদ। মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ৮২ বছরের এই অভিনেতা-সাংসদ।