রণবীর কাপুরের নতুন প্রেমিকা
সোনম থেকে দীপিকা, তারপর ক্যাটরিনার সাথে নাম জড়িয়েছে রণবীর কাপুরের। প্রেমের ব্যাপারে ছেলে বাবা ঋষি কাপুরকেও ছাড়িয়ে গেছেন। রণবীরের প্রেমিকার লিস্টে নাম ঢুকেছে বর্ডার পারের অভিনেত্রী মাহিরা খানেরও। শোনা গেছে তিনি ডেট করছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে। মাঝে শোনা যাচ্ছিল মা নীতু সিংয়ের দেখা মেয়েই মনে ধরেছে তার আর তার সঙ্গেই নাকি সংসার পাতবেন