একসময়ের হিট জুটি রাহুল মজুমদার এবং দীপান্বিতা রক্ষিতকে কি আবার একসঙ্গে দেখা যাবে? সোশ্যাল মিডিয়ায় দুজনের একসঙ্গে ছবি দেখে টেলিপাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে আবার নতুন কোনও সিরিয়ালে এই জুটির দেখা মিলবে কিনা! কিন্তু কোন সিরিয়াল? কোথায় দেখা যাবে তাদের? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ছবির উৎস কী?
রাহুল এবং দীপান্বিতাকে শেষ দেখা গিয়েছিল “খুকুমণি হোম ডেলিভারি” তে। এই জুটি মানুষের মন দারুন জয় করেছিল। কিন্তু এবার কোন সিরিয়ালের হাত ধরে আবার তাদের প্রত্যাবর্তন? সান বাংলার নতুন একটি শো-এ জুটি বাঁধছেন রাহুল-দীপান্বিতা। তবে এটা কোনও মেগা সিরিয়াল নয়। সান বাংলার মিউজিক্যাল শো “প্রানের উৎসব”এ রাহুল-দীপান্বিতা জুটি বেঁধে সঞ্চালনা করবেন। দারুন রসায়ন ফুটে উঠবে দুজনের মধ্যে।
প্রথমে একে অপরকে কেউই পছন্দ করে না, কিন্তু কীভাবে ওরা কাছাকাছি এল তা দেখতে চোখ রাখতে হবে “প্রানের উৎসব”-এ। এছাড়াও এই মিউজিক্যাল শো-এ আকৃতি কক্কর, ঊষা উত্তুপ, পৌষালী, সমিধ দের মত তাবড় তাবড় শিল্পীরা গান গেয়ে মানুষের মন ভরাবেন। থাকছে এক ঝাঁক তারকার পারফরম্যান্স। সান বাংলা পরিবারের মেয়ে ‘পুতুল টিটিপি’-র পুতুলের (খেয়ালী) থাকছে ধামাকা নাচের পারফরম্যান্স। এছাড়া সৃজিলা গুহ, স্বীকৃতি মজুমদার এবং আরো অনেকের মন মাতানো অনুষ্ঠান। নাচে-গানে-অভিনয়ে ভরপুর এই “প্রানের উৎসব” দেখা যাবে সান বাংলায় ৩১ মে, দুপুর ১টায় এবং সন্ধ্যে ৭টায়।