এবারে টানটান থ্রিলার ওয়েব সিরিজে একসঙ্গে মৈনাক ব্যানার্জি, উপাসনা ঘোড়ুই, প্রান্তিক ব্যানার্জি। সিরিজের নাম ‘প্রহেলিকা’,পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অয়ন দে৷ হৃষিকেশ চ্যাটার্জি একজন খ্যাতনামা ফিল্ম স্টার, বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবার বিয়ে করেন সুপারমডেল পায়েল সেনগুপ্তকে। পায়েল ছিল একটা রেস্টুরেন্টের ফেস। হঠাৎ দেখাতে পায়েল ও হৃষিকেশের প্রেম হয়। প্রেম থেকে বিয়ে। কিন্তু তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকীর দিন মারা যান হৃষিকেষ। গল্পের আসল খেলা শুরু এখান থেকে।
পরের দিন পুলিশ ইন্সপেক্টর সম্রাটের উপরে ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে মৃত্যুর কারণ তদন্ত করার জন্য। কীভাবে হল এই মার্ডার। এটা মার্ডার নাকি এর পিছনে রয়েছে আরও অনেক কিছু রহস্য! এই সবকিছু নিয়ে আসছে নতুন ওয়েবসিরিজ ‘প্রহেলিকা’। সিরিজে ইন্সপেক্টর সম্রাটের চরিত্রে অভিনয় করছেন মৈনাক ব্যানার্জি, পায়েল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী উপাসনা ঘোড়ুই ও অনুরাগ চরিত্রে অভিনয় করছেন প্রান্তিক ব্যানার্জি। ছবিতে আরও একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন বুদ্ধদেব ভট্টাচার্য। ‘প্রহেলিকা’ দেখা যাবে পার্পল এক্স ওটিটি প্ল্যাটফর্মে। এটির পোস্টার রিলিজ করা হয়েছে। ছবিটি মুক্তি পাবে এ বছরের শেষ দিকে অথবা আগামী জানুয়ারিতে।
Advertisement
Advertisement
Advertisement



