• facebook
  • twitter
Wednesday, 19 March, 2025

আসছে ‘মহাযোগী’

প্রযোজক পরিচালক রাজন লুথরা 'মহাযোগী’ ছবির শুটিং করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস এবং ভারতের হরিদ্বার ও কেদারনাথে।

'মহাযোগী' সিনেমার পোস্টার।

১৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘মহাযোগী’।

আজ ঈশ্বরের চোখে জল। কারণ যে-পৃথিবী তিনি অত্যন্ত মায়া দিয়ে গড়েছেন, সেখানে অস্থিরতা, বোমা, ক্ষেপণাস্ত্র এবং মৃত্যুর ঢল নেমেছে। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন, কোটি কোটি শিশু রাস্তায় ক্ষুধার্ত হয়ে ঘুমায়। বর্ণবাদ, জাতিগত বৈষম্য চরমে পৌঁছেছে। প্রতিবেশী দেশগুলো যুদ্ধের দিকে ঝুঁকছে। এই পরিস্থিতিতে ধর্মীয়, সামাজিক ও অভ্যন্তরীণ বৈষম্য ভুলে পারস্পরিক ভালোবাসা, শান্তি ও বিশ্ব ঐক্যের বিষয় নিয়েই তৈরি হয়েছে ছবিটি।

প্রযোজক পরিচালক রাজন লুথরা ‘মহাযোগী’ ছবির শুটিং করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস এবং ভারতের হরিদ্বার ও কেদারনাথে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযোজনা সংস্থা ত্রিলোক ফিল্মস ইনকর্পোরেটেড এই হলিউড চলচ্চিত্রটি তৈরি করেছে।