৩০ বছর আগে একসঙ্গে একই ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং রজনীকান্ত। ৩০ বছর পর আবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে লেজেন্ড দুই অভিনেতাকে।
১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘ভ্রষ্টাচার’, যে ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছিলেন দক্ষিনী অভিনেতা রজনীকান্ত। ১৯৯৫ সালে মিঠুন চক্রবর্তীর ‘ভাগ্যবিধাতা’ ছবিতেও ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত। এবার প্রায় ৩০ বছর পর আবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই দুই সুপারস্টার।
Advertisement
সূত্রের খবর, ইতিমধ্যেই ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। কাজ শুরু করে দিয়েছেন মিঠুন চক্রবর্তী, চলতি সপ্তাহে যোগ দেবেন রজনীকান্তও। সব ঠিক থাকলে আগামী বছরেই বড়পর্দায় দেখতে পাওয়া যাবে এই সিনেমাকে।
Advertisement
গত ১৪ অগস্ট রজনীকান্তের ‘কুলি’ মুক্তি পেয়েছে। ফের আরও একবার ছবির পর্দায় সুপারস্টারের ম্যাজিক দেখতে পেলেন দর্শকরা। রজনীকান্তের ছবি ‘কুলি’ মাত্র ৪ দিনেই ৪০০ কোটি টাকা উপার্জন করেছে তেমন অন্যদিকে মিঠুন চক্রবর্তী অভিনীত ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবি ঘিরে সারা দেশ জুড়ে চলছে তুমুল বিতর্ক। এইসব কিছুর মধ্যেই এবার নতুন কাজ শুরু করতে চলেছেন দুই প্রবীণ অভিনেতা।
Advertisement



