ভিক্টোরিয়ায় আবর্জনা ছড়ানাে নিয়ে প্রশ্ন মিমির

অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী(ছবি-File Photo)

প্রাতঃভ্রমণকারীদের নিয়মিত গন্তব্য ভিক্টোরিয়া। গত ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে ভিক্টোরিয়ায় যত্রতত্র আবর্জনা ফেলা হয়েছে বলে অভিযােগ ওঠে। প্রাতঃভ্রমণকারীদের অভিযােগ, খাবারের প্যাকেট, ফাকা ক্যান, ময়লা ফেলার ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

এরপরই যাদবপুরের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী সরব হয়ে টুইটারে প্রশ্ন করেন, ভিক্টোরিয়া মেমােরিয়ালের মতাে জাতীয় হেরিটেজ ভবনে যখন কোনও অনুষ্ঠানের পরিকল্পনা করছেন আপনারা, তখন সেই জায়গাটিকে পরিচ্ছন্ন রাখার দায়ও কি আপনাদের নয়’?

তিনি জানান, “আমি বলতে চেয়েছি, ভিক্টোরিয়া দেশের ঐতিহ্যবাহী সম্পদ। এখানে যারা প্রাতঃভ্রমণ করতে আসেন, তাঁরাও ভিক্টোরিয়ার পরিচ্ছন্না নিয়ে সতর্ক থাকেন। সেখানে একটা অনুষ্ঠান যারা আয়ােজন করলেন, তারা যত্রতত্র জলের প্যাকেট, খাবারের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে রেখে গেলেন। দেশের ঐতিহ্যবাহী সম্পদকে কি এ ভাবে নষ্ট করা যায়!