• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

পুজোর গানে হারানো সুর

একটা সময় ছিল পুজোর গান ছাড়া শারদোৎসব যেন ভাবাই যেত না। নতুন জামা কাপড়ের মতন নতুন ক্যাসেট কিনতেন সবাই। গ্রামোফোন থেকে অডিয়ো ক্যাসেট বা সিডি কেনার মধ্য দিয়ে পুজোর গানের চাহিদা ছিল তুঙ্গে। -- রোহন দে

আজকের দিনে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই পুজোর গানের পুরোনো স্বাদ পেয়ে যাবে বাঙালি।
এবছর পুজোয় আশা অডিওর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নতুন গান ‘উমা এলো বাপের বাড়িতে’। এই গান গেয়েছেন মনোময় ভট্টাচার্য, স্নিগ্ধজিৎ ভৌমিক, শোভন গঙ্গোপাধ্যায়, উজ্জ্বয়িনী মুখার্জি ,প্রস্মিতা পাল ও মেখলা দাশগুপ্ত। সৈকত চ্যাটার্জির লেখা এই গানে সুর দিয়েছেন শোভন। মা দুর্গার আগমন থেকে বিসর্জন পর্যন্ত প্রতিটি পর্যায়ের চিত্র তুলে ধরা হয়েছে এই গানের ভিডিয়োয়।

গায়ক মনোময় ভট্টাচার্যের কথায়, ‘উমা ফিরছে তার ঘরে। উমার ঘরে ফেরা কে আমরা উদযাপন করেছি গানের মাধ্যমে। আশা অডিওর ইউটিউব চ্যানেলে গিয়ে শুনুন এই নতুন গান।’

নতুন গান ‘ঝিঙ্কুনাকুর দুগ্গা ঠাকুর’ জিৎ গাঙ্গুলির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটি লিখেছেন চন্দ্রাণী গাঙ্গুলি। গানে সুর দিয়েছেন জিৎ এবং তাঁর সঙ্গে গেয়েছেন অরুনিতা কাঞ্জিলাল ও পবনদীপ রাজন।
পুজোয় এবার রূপঙ্কর বাগচীর কণ্ঠে মুক্তি পেয়েছে ‘তোমার জন্য পাহাড়ের গান’। গানের সুরকার ও গীতিকার সুদীপ্ত চন্দ। রূপঙ্কর বলেন, ‘অনেকদিন বাদে একটা অন্যরকমের গান গাইলাম। গানটা শুনতে শুনতে মনসভ্রমণে বেরিয়ে পড়া যায়। সুদীপ্ত এর আগেও গান বানিয়েছেন আমার জন্য। আশা করি এই ভ্রমণ-গীত সবার ভালো লাগবে।’

টি-সিরিজ বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ইমন চক্রবর্তীর পুজোর গান ‘জগৎ মাতিলো’। রঙ্গবতীর পর আবার হিট জুটি ইমন ও দেবলীনা কুমারের নতুন গান ‘জগৎ মাতিলো’ নিয়ে উচ্ছ্বসিত দর্শকরা। গানটি কম্পোজ করেছেন আকাশ চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষ।

স্রোতের মতো বয়ে যায় সময়। বদল আসে অভ্যাসেও। অনেক পুরোনো অভ্যাস বদলে গিয়ে নতুন কিছুকে আপন করে নিই আমরা। আগেকার দিনে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কিশোর কুমারের কোন গান পুজোয় আসছে, অনেক আগে থেকেই তার খোঁজ শুরু হয়ে যেত। বলিউডের বহু গায়ক-গায়িকাও পুজোর ক্যাসেট করার জন্য মুখিয়ে থাকতেন। কুমার শানু, শান, শ্রেয়া ঘোষাল থেকে নচিকেতা পুজোর গানের মাধ্যমেই মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন।

সময়ের প্রবাহে পুজোর গানের স্বর্ণালী ইতিহাস আজ অতীত। ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে আজ সেই অর্থে আর কেউ ভিড় জমান না অডিয়ো ক্যাসেট বা সিডির দোকানে। ডিজিটাল মাধ্যমেই গান শুনে নিচ্ছেন শ্রোতারা। সোশ্যাল মিডিয়ার দৌলতে ফোনেই গান শুনে নিচ্ছে সবাই।

একটা সময় ছিল পুজোর গান ছাড়া শারদোৎসব যেন ভাবাই যেত না। নতুন জামা কাপড়ের মতন নতুন ক্যাসেট কিনতেন সবাই। গ্রামোফোন থেকে অডিয়ো ক্যাসেট বা সিডি কেনার মধ্য দিয়ে পুজোর গানের চাহিদা ছিল তুঙ্গে।

— রোহন দে