প্রয়াত অভিনেত্রী ফারুক জাফর

প্রয়াত হলেন ‘গুলাবো সিতাবো’র বেগম অভিনেত্রী ফারুক জাফর। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৮। ৪০ বছরের দীর্ঘ অভিনয় জীবনে একডজনের বেশি ছবি করেছেন ফারুক।

Written by SNS Lucknow | October 18, 2021 3:56 pm

অভিনেত্রী ফারুক জাফর (Photo:Twitter@Tellywood11)

শুক্রবার প্রয়াত হলেন ‘গুলাবো সিতাবো’র বেগম অভিনেত্রী ফারুক জাফর। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৮। ৪০ বছরের দীর্ঘ অভিনয় জীবনে শুধু গত ২০ বছরই একডজনের বেশি ছবি করেছেন ফারুক। এর মধ্যে রয়েছে ‘পার্চড’, ‘পিপলি লাইভ’, ‘স্বদেশ’র মতো ছবি।

শনিবার অভিনেত্রীর মৃত্যুসংবাদ টুইটারে জানিয়েছেন তার নাতি শাজ আহমদ লিখেছেন, ‘আমার স্বাধীনতা সংগ্রামী এসএম জাফরের স্ত্রী এবং প্রবীণ অভিনেত্রী ফারুক জাফর সোমবার সন্ধে সাতটায় লখনউয়ে প্রয়াত হয়েছেন।’ বলিউডের চিত্রনাট্যকার জুহি চতুর্বেদীও ইনস্টাগ্রামে অভিনেত্রীকে স্মরণ করেছেন।

জুহি লিখেছেন, ‘বেগম চলে গেলেন। ফারুকজি আপনার মতো মানুষ অতীতে ছিল না। ভবিষ্যতেও থাকবে না। আমাকে আপনার সঙ্গে পাওয়ার সুযোগ দিয়ে ধন্য করেছিলেন। যেখানেই থাকুন ভাল থাকুন’ প্রসঙ্গত, ১৯৩৩ সালে জৌনপুরের এক জমিদারের পরিবারে জন্ম ফারুকের। ১৬ বছর বয়সে লখনউয়ে চলে আসেন।

পরে সাংবাদিক এবং স্বাধীনতা সংগ্রামী সৈয়দ মহম্মদ জাফরকে বিয়ে করেন। বিয়ের পর লখনউয়ে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন ফারুক। পরে অল ইন্ডিয়া রেডিও’য় সঙ্গীতশিল্পী হিসেবে যোগ দেন। লখনউ রেডিও’য় তিনিই ছিলেন প্রথম মহিলা শিল্পী।

পরে অবশ্য গান ছেড়ে থিয়েটারে অভিনয় শুরু করেন। ১৯৮১ সালে মুজাফ্ফর আলির ছবি ‘উমরাও জান’এ তাঁর বলিউডে হাতেখড়ি। ছবিতে রেখার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন ফারুক। তবে তারপর দীর্ঘদিন তাকে বলিউডের কোনও সিনেমায় দেখা যায়নি। ফারুকের দ্বিতীয় ছবি মুক্তি পায় ২৩ বছর পর।

২০০৪ সালে শাহরুখ খানের ছবি ‘স্বদেশ’-এ অভিনয় করেছিলেন। এরপর চক্রব্যুহ, তনু ওয়েডস মনু, আম্মা কি বোলি’র মতো বহু ছবিতে অভিনয় করেছেন। শেষ তাকে দেখা যায় সুজিত সরকার পরিচালিত ‘ গুলাবো সিতাবো’ ছবিতে।