• facebook
  • twitter
Thursday, 12 June, 2025

ইব্রাহিমের আত্মপ্রকাশ

করণ জোহর সম্প্রতি ইনস্টাগ্রামের মাধ্যমে সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খানের ছবিতে অভিষেকের কথা ঘোষণা করেছেন।

চলচ্চিত্র নির্মাতা করণ জোহর সম্প্রতি ইনস্টাগ্রামের মাধ্যমে সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খানের ছবিতে অভিষেকের কথা ঘোষণা করেছেন। তাঁর বার্তায় জোহর, সইফ আলি খানের সঙ্গে তাঁর স্থায়ী বন্ধুত্বের কথাও প্রকাশ করেছেন। চলচ্চিত্রের প্রতি গভীর অনুরাগ থাকা একটি পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক কতটা গভীর, সে কথাই বলতে চেয়েছেন জোহর।

করণ, ইব্রাহিমের একটি আকর্ষণীয় ছবিও শেয়ার করেছেন। তিনি ইব্রাহিমের আসন্ন অভিষেকের জন্য উৎসাহ প্রকাশ করেছেন। ফলে এতদিন ধরে কানাঘুষো শোনা গেলেও, এবার বার্তাটিতে সিলমোহর দিলেন নির্দেশক নিজেই। বড় পর্দায় ইব্রাহিমের আগমনের জন্য তিনি অপেক্ষা করতে উৎসাহিত করেন দর্শকদের। এই পোস্টটি বিপাশা বসু এবং সাবা পতৌদি-সহ বিভিন্ন সেলিব্রিটির কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছে।