• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অলৌকিক ঘটনায় কাপালিকের আগমন, পুজোতে আসছে ‘বানসারা’

প্রকাশ্যে বিশ্বরূপ বিশ্বাসের চমকে দেওয়া লুক

নিজস্ব চিত্র

পুজোতে আসছে পরিচালক আতিউল ইসলামের নতুন ছবি ‘বানসারা’। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ছবির মুখ্য চরিত্র অপরাজিতা আঢ্য ও বনি সেনগুপ্তের লুক। এবার প্রকাশ্যে এলো আরও এক বড় চমক। বড়মার রাজত্বে অলৌকিক ঘটনা। তাঁকে সাহায্যে করতে এক কাপালিক বাবার আগমন। চমকে দেওয়া লুকে অভিনেতা বিশ্বরূপ বিশ্বাস। সম্প্রতি ‘খাদান’ ছবিতে স্ক্রিপ্ট রাইটার হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন বিশ্বরূপ বিশ্বাস। মাফিয়া আর পুলিশের লড়াইয়ের মধ্যে মাইথোলজি এই গল্প। একে একে প্রকাশ্যে আসছে ছবির প্রতিটি চরিত্র। প্রতিটি লুকে রয়েছে বড় চমক।

ইতিমধ্যে ছবির শ্যুটিং শুরু হয়েছে পুরুলিয়াতে। ছবিতে অভিনেত্রী অপরাজিতাকে দেখা যাবে ‘বড়মা’ চরিত্রে। অন্যদিকে অভিনেতা বনি সেনগুপ্তকে দেখা যাবে অজিতেস নামক পুলিশের চরিত্রে। ‘

Advertisement

বানসারা’ মূলত পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে ‘বানসারা’। এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীরা নিজের হাতে সাজা দেয়। দেবীর ইচ্ছে, আদেশ সবকিছু বড়মা মারফত গ্রামের সবার কাছে পৌঁছে দেন। এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরিকা দেবী। তিনি এই গ্রামের শেষ কথা। এই গ্রামের ভালো মন্দ সবকিছু ঠিক হয় এই গৌরিকা দেবীর কথায়। বানসারার রক্ষক ও সর্বময় কর্ত্রী এই গৌরিকা দেবী। কিন্তু এই গ্রামে হঠাৎ আসে পুলিশ অফিসার অজিতেশ। তাহলে বানসারার রক্ষক এবার কে হবেন!

Advertisement

অন্যদিকে ছবিতে আরও এক মুখ্য চরিত্রে দেখা যাবে গ্রামের প্রধান শিক্ষিকাকে। প্রধান শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মুন সরকার। পরিচালক আতিউল ইসলাম জানান, ‘পুজোতে এই ছবি মুক্তি পাবে। প্রতিদিন প্রচুর টেকনিশিয়ান নিয়ে শ্যুটিং হচ্ছে। ছবিতে তিনটে গান আছে। অপরাজিতা আঢ্য ও বনি সেনগুপ্তকে এর আগে এইভাবে দর্শক দেখেনি এইটুকু বলতে পারি। এটা পুজোর বড়ো ছবি হতে পারে। কাপালিকের চরিত্রে বিশ্বরূপ বিশ্বাস অনবদ্য।’ পিএম মুভিজ-এর ব্যানারে সারফারাজ মল্লিকের প্রযোজনাতে আসছে ‘বানসারা’।

Advertisement