• facebook
  • twitter
Monday, 15 December, 2025

মোদিজির চোখে আবেগ, অনুভূতির পাশাপাশি তরবারির মতো তীক্ষ্ণ সাহস : কঙ্গনা 

মুম্বাই, ১৭ জানুয়ারি –  বিতর্ককে সঙ্গী করেই বলিউড দুনিয়ায় নিজের জায়গা ধরে রেখেছেন অন্যতম সফল অভিনেত্রী কঙ্গনা। নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে বরাবরই খোলামেলা কঙ্গনা রানাউত। গেরুয়া শিবিরের প্রতি তাঁর আনুগত্য নিয়ে কখনোই রাখঢাক করেননি।    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি নিজের মুগ্ধতার কথা কঙ্গনা জানিয়েছেন বিভিন্ন সময়। সম্প্রতি ইনস্টাগ্রামে মোদির ছবি পোস্ট করেছেন কঙ্গনা। যেখানে তিনি লিখেছেন,‘‘আমরা

মুম্বাই, ১৭ জানুয়ারি –  বিতর্ককে সঙ্গী করেই বলিউড দুনিয়ায় নিজের জায়গা ধরে রেখেছেন অন্যতম সফল অভিনেত্রী কঙ্গনা। নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে বরাবরই খোলামেলা কঙ্গনা রানাউত। গেরুয়া শিবিরের প্রতি তাঁর আনুগত্য নিয়ে কখনোই রাখঢাক করেননি।    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি নিজের মুগ্ধতার কথা কঙ্গনা জানিয়েছেন বিভিন্ন সময়। সম্প্রতি ইনস্টাগ্রামে মোদির ছবি পোস্ট করেছেন কঙ্গনা। যেখানে তিনি লিখেছেন,‘‘আমরা সকলেই জানি মোদিজি আমাদের মধ্যে থেকে উঠে আসা এক জন। কিন্তু ওঁর মধ্যে এমন কিছু আছে যা তাঁকে অন্যদের থেকে পৃথক করে ছিনিয়ে দেয়। ওঁর চোখের দিকে তাকালেই দেখতে পাবেনা, সেখানে আবেগ , অনুভূতি, নিষ্ঠা রয়েছে। তার ওপর রয়েছে তরবারির মতো তীক্ষ্ণ সাহস।’’
২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় আমন্ত্রণ পেয়েছেন কঙ্গনা । রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন অযোধ্যায় উপস্থিত থাকবেন বলেই জানিয়েছেন কঙ্গনা । অভিনেত্রীর চোখে প্রধানমন্ত্রী  ‘নতুন ভারতের বিশ্বকর্মা’। প্রধানমন্ত্রী বললে তিনি ভোটে দাঁড়াতেও রাজি, সে কথা নিজেই জানিয়েছেন তিনি ।

Advertisement

Advertisement