• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

একি হাল দেবের!

কলকাতা: মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও৷ যেখানে দেখা গিয়েছে, এক মুখ দাডি়, এলোমেলো চুল এবং খুবই সাধারণ পোশাকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন দেব৷ নেটপাড়ায় এই ভিডিও দেখেই অনুরাগীদের ভাবতে শুরু করেন হঠাৎ দেবের এমন রূপ কেন? ভাবছেন মাথা ঠিক আছে তো দেবের? তাহলে জানাই একদম ঠিক আছেন দেব৷ আসলে তাঁর নতুন ছবি ‘টেক্কা’র

কলকাতা: মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও৷ যেখানে দেখা গিয়েছে, এক মুখ দাডি়, এলোমেলো চুল এবং খুবই সাধারণ পোশাকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন দেব৷ নেটপাড়ায় এই ভিডিও দেখেই অনুরাগীদের ভাবতে শুরু করেন হঠাৎ দেবের এমন রূপ কেন? ভাবছেন মাথা ঠিক আছে তো দেবের?
তাহলে জানাই একদম ঠিক আছেন দেব৷ আসলে তাঁর নতুন ছবি ‘টেক্কা’র শুটিংয়ের দৃশ্যই ছড়িয়ে পড়ে নেটে৷ যার পরিচালক হলেন সৃজিত৷ সূত্রের খবর, সম্প্রতি সেক্টর ফাইভের এক অফিসের সামনেই দেবকে নিয়ে শুটিং করেন সৃজিত৷ আর সেই শুটিংয়ের ভিডিওই ভাইরাল৷

এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে৷ এমনকী, জানা গিয়েছে, এই ছবিতে সৃজিত দিতে চলেছেন আরও বড় চমক৷ এই ছবিতে দেখা যাবে স্বস্তিকাকে৷ এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়৷