আসলে গল্পের যদি জোর থাকে, ছবির সাফল্য নিয়ে ভাবতে হয় না নির্মাতাদের। আবারও প্রমাণ করল একটি স্বাধীন বাংলা ছবি ‘গেট আপ কিংশুক’। কোনো বড় বাজেট বা প্রযোজকের সাহায্য ছাড়াই নিখাদ আবেগ আর বাস্তবতাকে সঙ্গী করে তৈরি ছবিটি ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলা প্যানোরামা বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।
নবাগত পরিচালক নন্দন ঘোষ পরিচালিত এই ছবিটি স্বাধীন চলচ্চিত্র নির্মাণের এক উজ্জ্বল উদাহরণ। কলকাতার বিভিন্ন রিয়েল লোকেশনে শ্যুট করা এই ছবিতে কোনও রকম বাইরের অর্থ সাহায্য নেওয়া হয়নি।
Advertisement
ছবির গোটা টিমই নতুন—পরিচালক, সিনেমাটোগ্রাফার, সঙ্গীত পরিচালক থেকে শুরু করে অভিনেতারাও সবাই ডেবিউ করেছেন। সবাই সপ্তাহের পাঁচ দিন কাজ সেরে ছুটির দিনে একত্রিত হয়ে নিজেদের স্বপ্নের কাজটি করেছেন। এই ছবিটি প্রমাণ করে যে শুধুমাত্র ইচ্ছা আর দলবদ্ধ প্রচেষ্টা দিয়েও চমৎকার কিছু তৈরি করা সম্ভব।
Advertisement
একদল মফস্বলের ছেলে-মেয়ে, যারা শহরে এসে প্রেম, জীবন এবং অনিশ্চয়তার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করে, তারাই এই ছবির মুখ্য উপজীব্য। ছবির মূল চরিত্র কিংশুক একটি ঘুমের সমস্যায় ভোগে—যা আসলে আধুনিক শহুরে জীবনের অস্থিরতা ও একাকীত্বের প্রতীক। এই ছবিটি বাংলা চলচ্চিত্রের সেই পুরোনো নিউ ওয়েভ এবং টেলিফিল্ম সংস্কৃতিকে শ্রদ্ধা জানায়, যা একসময় বাংলার শিল্পের পরিচয় ছিল।
Advertisement



