মুম্বাই, ১২ জানুয়ারি – বলিউডে এখন গুঞ্জনের কেন্দ্রে সুহানা খান ও অগস্ত্য নন্দা। ‘দি আর্চিজ়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছে দুই তারকা-সন্তানের। তবে তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা ছিল আগে থেকেই। শাহরুখ-কন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা জ়োয়া আখতার পরিচালিত ছবির শুটিংয়ের সময় থেকে একে অপরের প্রেমে পড়েন তাঁরা। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুড়ে দিয়েছিলেন অগস্ত্য। এক পার্টিতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় তাঁদের। বছর শেষেও একসঙ্গে সময় কাটান সুহানা-অগস্ত্য।
‘দি আর্চিজ়’ মুক্তির সময় সমাজমাধ্যমে দেখা যায়নি অগস্ত্যকে। এ বার নতুন বছরে ইনস্টাগ্রামে যোগ দিলেন অমিতাভের নাতি। মাত্র এক দিনে প্রায় ৩২ হাজার ফলোয়ার হয়েছে অগ্যস্তর। বৃহস্পতিবার ইনস্টায় নিজের প্রথম পোস্ট করেন অগস্ত্য । দিদি নভ্যা নাভেলি নন্দা, মা শ্বেতা বচ্চন, পরিচালক জ়োয়া আখতার মতো তারকারা অগস্ত্যকে স্বাগত জানান ইনস্টাগ্রামের দুনিয়ায়। এদের পাশপাশি নজর কেড়েছে অন্য আর একজনের শুভেচ্ছাবার্তা। তিনি গৌরী খান। ইনস্টাগ্রামে অগস্ত্য-র ছবিতে গৌরীর পোস্ট , ‘‘আলিঙ্গন।’’
Advertisement