শনিবার নন্দনে পর্দা নামল ‘ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা’-র। উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় ফ্রান্সের কনসাল জেনারেল দিদিয়ের তালপেঁ, অ্যালিয়াঁস ফ্রঁসে দ্যু বেঙ্গলের ডিরেক্টর নিকোলাস ফ্যাসিনো, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী নন্দিতা দাস, অভিনেত্রী হুমা কুরেশি-সহ চলচ্চিত্র জগতের অনেক বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও উৎসবের উপদেষ্টা প্রীতিময় চক্রবর্তী-সহ আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন।
এই উৎসবে ভারত ও ফ্রান্সের ৫০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলেছে স্বল্পদৈর্ঘ্যের ফরাসি সিনেমার বিশেষ প্রদর্শনী। ২৩ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত নন্দনের বিভিন্ন প্রেক্ষাগৃহে তিনটি পর্বে ফরাসি ও ভারতীয় সিনেমা দেখানো হয়। দর্শকরা সমসাময়িক ফরাসি চলচ্চিত্রের পাশাপাশি অতীতের জনপ্রিয় ছবি, অ্যানিমেশন সিনেমা এবং কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত কিছু বিখ্যাত ছবিও উপভোগ করেছেন।
দিবারাত্র সিনেমা দেখার আনন্দে মেতে উঠেছিল চলচ্চিত্রপ্রেমীরা। আন্তর্জাতিক মানের এই উৎসব কলকাতার সিনেপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকল।