বেআইনিভাবে বেটিং অ্যাপে আইপিএল সম্প্রচার নিয়ে তামান্না ভাটিয়া-সঞ্জয় দত্তকে সমন

Written by SNS April 25, 2024 4:33 pm

মুম্বাই– বেটিং অ্যাপে আইপিএলের প্রচার করার অভিযোগে বিপাকে পডে়ছিলেন র্যাপার বাদশা৷ এবার একই অভিযোগে নাম জড়াল অভিনেত্রী তামান্না ভাটিয়ারও৷ অভিযোগ, বেআইনিভাবে মোবাইল স্ট্রিমিং অ্যাপে আইপিএলের সম্প্রচার করেছেন অভিনেত্রী৷ একই অভিযোগ অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধেও৷ তামান্না ও সঞ্জয় দত্তকে সমন পাঠিয়েছে মহারাষ্ট্র সাইবার সেল৷

‘ফায়ার প্লে’ নামে এক অবৈধ স্ট্রিমিং অ্যাপ ইদানীং খুবই জনপ্রিয়৷ মাসিক কোনও সাবস্ক্রিপশন ছাড়াই মাত্র ৫০০ টাকা দিলেই এই অ্যাপের মাধ্যমে দেখা যায় নানা জনপ্রিয় সিরিজ, সিনেমা৷ এই অ্যাপেই অবৈধভাবে দেখানো হচ্ছিল আইপিএল৷ আর তা প্রচার করতে গিয়েই বিপাকে পডে়ছেন সঞ্জয় ও তামান্না৷ মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল জানাচ্ছে, মহাদেব অনলাইন গেমিং ও বেটিং অ্যাপ্লিকেশনের সঙ্গে জডি়ত ওই অ্যাপ৷ তাই তামান্না ভাটিয়া, সঞ্জয় দত্তরা মহাদেব বেটিং অ্যাপের হয়েই প্রচার চালিয়েছেন৷ এই মহাদেব বেটিং অ্যাপ নিয়ে একসময় ঝড় উঠেছিল৷ অ্যাপের প্রচারে জডি়ত থাকায় বলিউডের কয়েকজন অভিনেতাকে সমন পাঠায় ইডি৷ সেখানে নাম ছিল জ্যাকলিন ফার্নান্ডেজ, বাদশা, সঞ্জয় দত্ত-সহ আরও অনেক অভিনেতা, অভিনেত্রীর৷ বস্তুত, ভায়াকম ১৮-এর তরফ থেকেই অভিযোগ আনা হয়৷ এই সংস্থার মতে, ফায়ার প্লে নামে এই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম অবৈধভাবে আইপিএল দেখাচ্ছে৷ যেহেতু আইপিএলের স্বত্ব ভায়াকমের কেনা, তাই এর ফলে সংস্থার ক্ষতি হচ্ছে৷

সাইবার আধিকারিকরা বলছেন, এই অ্যাপ ও মহাদেব বেটিং প্ল্যাটফর্মে সঙ্গে তারকাদের সমীকরণ কেমন তা জানতে চাওয়া হবে৷ অনলাইন গেমিংকাণ্ডে গড়াপেটা সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল কি না, সেই তথ্য অনুসন্ধান করতে চান তদন্তকারীরা৷ গত কয়েক মাস ধরে মহাদেব অনলাইন বুক নামে অনলাইন লটারি সংস্থার কারচুপি নিয়ে তদন্ত করছে ইডি৷ এই কারচুপির নেপথ্যে রয়েছেন সৌরভ চন্দ্রকর এবং রবি উপ্পল৷ গোটা দুনিয়ায় সক্রিয় তাঁদের এই অনলাইন বেটিং চক্র৷ সংস্থার সদর দফতর রয়েছে দুবাইয়ে৷ সেখানে বসেই সারা দুনিয়ায় কাজ চলে৷ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কাতেও রয়েছে সংস্থার জাল৷ সেখানে বসেও গ্রাহকেরা অনলাইনে বেটিং করেন৷