বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমকে তলব করল ইডি। আগামী সপ্তাহে ইয়ামিকে তাদের মুম্বইয়ের সদর দফতরে ডেকে পাঠানাে হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরটর পক্ষ থেকে। মুদ্রা বিনিময় সংক্রান্ত একটি মামলায় অভিনেত্রীর বয়ান নথিভুক্ত করা হবে।
আগামী ৭ জুলাই তাকে ইডি-র মুম্বই অফিসে বয়ান নথিভুক্ত করার জন্য ডাকা হয়েছে। যদিও এবিষয়ে অভিনেত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Advertisement
ইডি সূত্রে খবর, ইয়ামিকে এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইনভঙ্গের একটি মামলা জিজ্ঞাসাবাদ করা হবে। ‘কাবিল’, ‘ভিকি ডােনার’, ‘বদলাপুর’, খ্যাত অভিনেত্রী সম্প্রতি ‘উরি সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেছেন।
Advertisement
Advertisement



