• facebook
  • twitter
Sunday, 21 December, 2025

‘পরমা’

ডকুফিচারটি ইতিমধ্যেই বিদেশের বেশ কিছু জায়গায় দেখানোর পরে কলকাতার শহরে তাঁর বাঙালি দর্শকদের দেখালেন সুমন।

নিজস্ব চিত্র

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে নজর কেড়েছে সুমন ঘোষের পরিচালনায় অপর্ণা সেনকে নিয়ে তৈরি ডকুফিচার ‘পরমা’। যা দেখতে দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। স্বয়ং অপর্ণা সেন খুবই নস্টালজিক হয়ে পড়েছিলেন সেটা দেখার পর। সুমন তাঁর খুবই স্নেহের পাত্র।

তাই তাঁকে নিয়ে কাজ করার অনুমতি দিয়েছিলেন অপর্ণা। ডকুফিচারটি ইতিমধ্যেই বিদেশের বেশ কিছু জায়গায় দেখানোর পরে কলকাতার শহরে তাঁর বাঙালি দর্শকদের দেখালেন সুমন। সেটি আবার প্রদর্শিত হবে আগামী রবিবার ৮ ডিসেম্বর রবিবার।

Advertisement

Advertisement

Advertisement