টালিগঞ্জে এখন ভুতুড়ে নিস্তব্ধতা। ফের পরিচালক টেকনিশিয়ান সংঘাত। চূড়ান্ত অচলাবস্থা স্টুডিওপাড়ায়। কাজ বন্ধ করে দিয়েছেন কলাকুশলীরা। কিন্তু বিরোধ মিটবে কবে? কবে কাজে ফিরবেন তাঁরা? এই নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। গোল মেটাতে বৃহস্পতিবার বৈঠকে বসেছেন পরিচালক রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। ইতিমধ্যে টেকনিশিয়ানদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন পরিচালকরা। কিন্তু কোনও ইতিবাচক ইঙ্গিত মেলেনি। মাঝপথে কাজ বন্ধ হয়ে যাওয়ায় অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে পরিচালক সৃজিত রায়ের সেট।
প্রসঙ্গত স্টুডিওপাড়ায় এই অচলাবস্থার সূত্রপাত কয়েকদিন আগেই। সোশ্যাল মিডিয়ায় এসে ধারাবাহিকের পরিচালক সৃজিত রায় জানিয়েছিলেন, তাঁর ধারাবাহিকের শ্যুটিং বন্ধ রয়েছে। টেকনিশিয়ানরা সেট অর্ধেক তৈরি করে চলে গিয়েছেন। এমনকি সেটের কিছু অংশ ভাঙচুর করা করেছে বলে অভিযোগ করেছেন তিনি। বিষয়টি নিয়ে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার অধীনস্থ আর্টস সেটিং গিল্ডের বক্তব্য এখনও জানা যায়নি। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস তাঁদের কোনও অবস্থান জানান কিনা, সেটাই দেখার।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সমষ্টিবদ্ধ ডিরেক্টোরিয়াল গিল্ডের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সূত্রের খবর, যথারীতি সেই বৈঠক হয়েছে। সিদ্ধান্ত হয়েছে পরিচালকরা শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবেন। তারপরেও ফ্লোরে কাজ শুরু না হলে শনিবার থেকে পরিচালকরাও কর্মবিরতি শুরু করে দেবেন। আর সেটা যদি একবার শুরু হয়ে যায়, তাহলে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় জটিলতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, কয়েকমাস আগেও টালিগঞ্জে একই অচলাবস্থা তৈরি হয়। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল। তিনি ফেডারেশনের অনুমতি ছাড়াই বাংলাদেশে শ্যুটিং করেছিলেন বলে অভিযোগ করা হয়। সেই সময় একইভাবে স্তব্ধ হয়ে যায় টালিগঞ্জ। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতেই জটিলতা কাটে। পুনরায় পুরোদমে কাজ শুরু হয়।