• facebook
  • twitter
Friday, 24 January, 2025

হিন্দি টেলিসিরিয়ালে দেবজ্যোতি মিশ্রের সুর, প্রান্তিক-শালিনীর কন্ঠ

দেবু দা আমাকে আমার নিজের মতো করে গান গাওয়ার স্বাধীনতা দিয়েছেন, বিশেষ করে দিল কি রাহো পে-তে যেখানে আমি রোমান্টিক পদ্ধতির সাথে রাজস্থানী লোকগানের ছোঁয়া রাখার চেষ্টা করেছি।

নিজস্ব চিত্র

শালিনী মুখার্জি এবং প্রান্তিক শূর দুই বিশিষ্ট সঙ্গীত শিল্পী ক্লাউড নাইনে রয়েছেন কারণ তাঁদের কন্ঠে কয়েকটা হিন্দী টেলিসিরিয়ালের টাইটেল সঙ এবং থিম সঙ গুলো সারা দেশে শ্রোতাদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রান্তিক আঠারো বছর বয়সে তাঁর সংগীতযাত্রা শুরু করেছিলেন, যখন শালিনী একটি জনপ্রিয় ট্যালেন্ট হান্ট শোতে সবার মন জয় করে নেন।

প্রখ্যাত সুরকার দেবজ্যোতি মিশ্র তাঁদের সাফল্যে উচ্ছ্বসিত, গর্বের সাথে ভাগ করে নিয়েছেন যে এই দুই প্রতিভাবান শিল্পী তিনটি প্রধান জাতীয় টিভি সিরিয়ালের টাইটেল ট্র্যাকে তাঁদের কণ্ঠ দিয়েছেন।

প্রান্তিক শুর বলেছেন, “দেবু দা আমাকে আমার নিজের মতো করে গান গাওয়ার স্বাধীনতা দিয়েছেন, বিশেষ করে দিল কি রাহো পে-তে যেখানে আমি রোমান্টিক পদ্ধতির সাথে রাজস্থানী লোকগানের ছোঁয়া রাখার চেষ্টা করেছি। প্রতিবার আমি আমার শোতে এই গানটি পরিবেশন করি। সারা ভারতে এবং বিদেশে, শ্রোতারা এই গানটির সাথে এখন ভীষণ কানেক্টেড। অন্যদিকে, রাব রাখা শিরোনাম গানটি আমার জন্য একটি চ্যালেঞ্জ ছিল কারণ এটির জন্য ক্লাসিক্যাল উপাদান এবং একটি আধুনিক শৈলীর সাথে মিশ্রিত উপস্থাপনা প্রয়োজন ছিল। আর, তানহা সা দিল মেরা গানটি প্যাথোসে ভরা এবং দেবুদা আমার পরিবেশনায় খুব খুশি হয়েছিলেন।”

অন্যদিকে শালিনী বললেন, “এই গানগুলো বানানোর সময়, দেবুদার সঙ্গে বসে গান গাইতে গিয়ে, কখনো ভাবিনি গানটা লক্ষাধিক হৃদয় ছুঁয়ে যাবে। এখন যখনই আমি এই গানগুলো গাই তখন, যখনই আমি যে কোনো জায়গায় পারফর্ম করতে যাই। তখন মানুষের কণ্ঠ আমাকে সঙ্গ দেয় এবং তারা গানটির প্রতি তাদের ভালোবাসা শেয়ার করেন। এটা সম্ভব করার জন্য সত্যিই কৃতজ্ঞ শৈবালদা এবং দেবুদার কাছে।”