• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

বিয়ে করে ফেঁসেছেন দেব

বিয়ে করে আফসোস করছেন দেব! রিয়েল লাইফে বিয়ে না করলেও, 'খাদান। ছবিতে বরখাকে বিয়ে করে দেবের প্রশ্ন, 'হায় রে বিয়ে হল ক্যানে?'

বিয়ে করে আফসোস করছেন দেব! রিয়েল লাইফে বিয়ে না করলেও, ‘খাদান। ছবিতে বরখাকে বিয়ে করে দেবের প্রশ্ন, ‘হায় রে বিয়ে হল ক্যানে?’ বিয়ে স্পেশ্যাল গানে নজর কেড়েছেন দেব। আর সেই গানই প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছে প্যায়ারেলাল জুটিকে’।

টেক্কার পর খাদান। দেব আবার চ্যালেঞ্জিং চরিত্রে। টিজার আর গান মুক্তি পাওয়ার পরই দর্শকরা অপেক্ষা করে আছে কবে মুক্তি পাবে ছবি। সেই অপেক্ষা উস্কে দিতে মুক্তি পেল খাদান ছবির আরও একটি নতুন গান। যে-ছবিতে চুটিয়ে নাচতে দেখা গেল দেবকে। আর গানের অন্যতম আকর্ষণ বরখা বিস্ত। অনেকদিন পর দুজনকে একসঙ্গে দেখা গেল নাচতে। সঙ্গে যোগ্য সংগত করেছেন যিশু সেনগুপ্ত। এই গানটির গীতিকার, সুর ও কম্পোজিশন করেছেন নীলায়ন চ্যাটার্জি, গানটি গেয়েছেন, অভিজিৎ, সুদীপ নন্দী ও ব্যানার্জি।

তবে বড়দিনে প্রতিবারের মতো দেবের ছবি। এবার খাদান। আর তাই নিয়ে জল্পনা এখন তুঙ্গে ইতিমধ্যেই ছবির দুটি গান প্রকাশ পেয়েছে। দর্শকদের মনে কৌতূহলের পারদ চড়তে শুরু করেছে। খাদানের গল্পে উঠে আসছে কয়লা খনি অঞ্চলে শ্রমিকদের জীবন, রাজনীতি-সহ নানা বিষয়। শ্যাম মাহাতোর চরিত্রে অভিনয়ে করেছেন দেব। বড় প্রাপ্তি দ্বৈত চরিত্র। পিতা-পুত্র দুই চরিত্রে দেখা যাবে দেবকে। সঙ্গে ইধিকা পাল এবং একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা দেখতে পাব অনির্বাণ চক্রবর্তীকে।