২০২৫ সালের ফেব্রুয়ারিতে কলকাতা ও সংযুক্ত আরব আমিরশাহীর প্রেক্ষাগৃহে, মুক্তি পাওয়ার কথা রয়েছে বাংলা ছবি ‘মুখোশে মানুষে খেলা’- ডার্ক মাইন্ড গেমস ছবিটির। একটি গভীর কর্পোরেট চক্রান্ত মোড় নেয় রহস্যজনক খুনে। তারপর কী হয়?
দর্শকদের কৌতুহল নিরসনের প্রতিশ্রুতি নিয়ে আসছে জয়দীপ চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার এবং সুব্রত দত্ত অভিনীত ছবিটি। ‘মুখোশে মানুষে খেলা’ ব্যবসায়ী জয় সান্যালের (জয়দীপ চক্রবর্তী) জীবনকে ঘিরে আবর্তিত হয়, যিনি তাঁর প্রতিদ্বন্দ্বীদের করা হত্যার ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েন। নন্দিনী (প্রিয়াঙ্কা সরকার) এক রহস্যময় কর্পোরেট কর্মীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবির তদন্তকারী অফিসার মানিক সেন (সুব্রত দত্ত) শেষ পর্যন্ত রহস্যের কিনারা করতে পারলেন কিনা, সেটা জানা যাবে প্রেক্ষাগৃহে গেলে। বাস্তব জীবনের পুলিশ এসিপি অলোক সান্যালকেও এই ছবিতে তাঁর নিজের ভূমিকাতেই দেখা যাবে।
‘মুখোশে মানুষে খেলা’-র অভিনেতা ও লেখক জয়দীপ চক্রবর্তীর, ফিচার ফিল্মে আত্মপ্রকাশ ঘটছে এই ছবির মধ্যে দিয়ে। তিনি বলেন, ‘আমরা এই কর্পোরেট থ্রিলারটি বিশ্বব্যাপী দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অপেক্ষা করছি।’
পরিচালক অর্ফিয়াস মুখোটির মতে, ‘এই ছবি একটি ব্যতিক্রমী কর্পোরেট থ্রিলার, যার শুরু থেকে শেষ পর্যন্ত টানটান সাসপেন্স এবং চক্রান্তের ছায়া।’
সাবিত্রী প্রোডাকশনস প্রযোজিত,‘মুখোশে মানুষে খেলা’ ছবিটির সম্প্রতি কলকাতায় শ্যুটিং শেষ হয়েছে। চিত্রগ্রহণ করেছেন সৌরভ দে এবং সঙ্গীত পরিচালনা করেছেন কৌশিক ঘোষ। অভিজিৎ বর্মণ (ক্যাকটাস খ্যাত পটা) ছবির টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন।
এছাড়াও, সাবিত্রী প্রোডাকশনস তাদের আসন্ন ছবি ‘দ্য ফিনিক্স’-এর সূত্রে ইংরেজি সিনেমাতেও প্রবেশ করেছে। এটি জানুয়ারিতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং বর্তমানে বিশ্বব্যাপী চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে।