• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

করোনা আক্রান্ত অক্ষয় কুমার, যাওয়া হল না অনন্ত-রাধিকার বিয়েতে

মুম্বই, ১২ জুলাই:  কোভিড পজিটিভ বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সেজন্য যোগ দিলেন না আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে। আজই সাত পাকে বাঁধা পড়লেন অনন্ত ও রাধিকা মার্চেন্ট। সেই অনুষ্ঠানে এখন চাঁদের হাট। বলিউড থেকে হলিউড। এমনকি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের রাজনীতি ও ক্রীড়া জগতের বিশিষ্টরাও আমন্ত্রিত সেখানে। বিয়ের আসর বসেছে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও কনভেনশন সেন্টারে।

মুম্বই, ১২ জুলাই:  কোভিড পজিটিভ বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সেজন্য যোগ দিলেন না আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে। আজই সাত পাকে বাঁধা পড়লেন অনন্ত ও রাধিকা মার্চেন্ট। সেই অনুষ্ঠানে এখন চাঁদের হাট। বলিউড থেকে হলিউড। এমনকি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের রাজনীতি ও ক্রীড়া জগতের বিশিষ্টরাও আমন্ত্রিত সেখানে। বিয়ের আসর বসেছে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও কনভেনশন সেন্টারে। আর সেই রাজকীয় অনুষ্ঠানে হাজির থাকতে পারছেন না বলিউডের খিলাড়ি কুমার। যা নিয়ে হতাশ অনেকে। হতাশ হয়েছেন বর-কনে অনন্ত ও রাধিকা।

প্রসঙ্গত বর্ষার মরশুমে এমনিতে কোভিড এবং ফ্লু-তে আক্রান্ত হওয়ার ঘটনা বেড়েই চলেছে। সেজন্য এইসব রোগের সংক্রমণ এড়াতে বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। একবার কেউ অসুস্থ হলেই সঙ্গে সঙ্গে সেই রোগ সনাক্তকরণ করার নির্দেশ দিচ্ছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, সম্প্রতি অক্ষয় কুমার ‘সারফিরা’র প্রোমোশনের সময় অসুস্থতা বোধ করেন। এর আগে সেই প্রমোশন অনুষ্ঠানের দলে থাকা বেশ কয়েকজন ক্রু মেম্বারও করোনা পজিটিভ বলে জানা যায়। তখন তিনি স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেন। শুক্রবার অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসে। সেজন্য আইসোলেশন-এ থাকায় অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে যেতে পারলেন না। যদিও অনন্ত নিজে গিয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়ে আসেন। স্বাভাবিকভাবে সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে অক্ষয় কুমারকে আপাতত আইসোলেশনই থাকতে হবে। অসুস্থতার ফলে তিনি প্রোমোশনের শেষ মুহূর্তের অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি।

Advertisement

উল্লেখ্য, দীর্ঘ সাত বছরের প্রেম অবশেষে পরিপূর্ণতা পেতে চলেছে। শুক্রবার বিয়ের পিঁড়িতে বসছেন শিল্পপতি মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি ও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট। সম্পূর্ণ রাজকীয় কায়দায় ধুমধাম করে অনন্তের বিয়ের আয়োজন করেছেন মুকেশ। বিশ্বের অন্যতম ব্যয়বহুল বিয়ে হতে চলেছে এটি। সেই বিয়ের সাক্ষী থাকছেন দেশ বিদেশের বিশিষ্টরা। সেজন্য বেশকিছুদিন ধরেই উৎসবের মেজাজে গোটা আম্বানি পরিবার। মুকেশ ও নীতা আম্বানির বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা! শুক্রবার ১২ জুলাই সকাল থেকে তুমুল কাণ্ড গোটা মুম্বই জুড়ে। আগের দিন থেকেই মুম্বই আসতে শুরু করেছেন বিশেষ অতিথি ও অভ্যাগতরা। দেশ বিদেশ থেকে মুম্বইয়ে এসেছেন বিশিষ্টরা। আর সবকিছুতেই কোনও রকমের কমতি রাখতে নারাজ মুকেশ আম্বানি। প্রাইভেট জেট, কোটি টাকার গাড়ি, বিলাসবহুল হোটেল, অতিথিদের অভ্যর্থনার জন্য সব ব্যবস্থা করা হয়েছে! আর হবে নাই বা কেন! অতিথিদের তালিকাটাও তো নেহাত সাধারণ নয়।

Advertisement

হলিউড, বলিউডের তাবড় সেলিব্রিটি, ক্রীড়া দুনিয়ার বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শুরু করে দেশ ও বিদেশের হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরা সামিল হচ্ছেন মুকেশ আম্বানির ছেলের বিয়েতে। প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, কিম কর্দাশিয়ান, রেমা, ডব্লিউ ডব্লিউ ই সুপারস্টার জন সিনা সহ একাধিক আন্তর্জাতিক স্তরের তারকারা রয়েছন। সঙ্গে অমিতাভ বচ্চন, শাহরুখ খান সহ আমন্ত্রিত গোটা বলিউড। বিয়েতে উপস্থিত সচিন তেন্ডুলকরের পাশাপাশি ক্রীড়া জগতের তারকারা। একইসঙ্গে দেশের প্রতিটি প্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন মুকেশ আম্বানি। এই বিয়েতে যোগ দেওয়ার জন্য আগের দিন বৃহস্পতিবার মুম্বই রওনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এর আগে প্রি-ওয়েডিং অনুষ্ঠানে যোগ দিতে মুম্বইয়ে এসেছিলেন মেটা কর্তা মার্ক জুকেরবার্গ থেকে বিল গেটস। এই প্রি ওয়েডিং অনুষ্ঠানে বলিউড কিং শাহরুখ খানকে অন্যান্য তারকাদের সঙ্গে নাচের অনুষ্ঠানে পা মেলাতে দেখা গেলেও এবার বিয়ের অনুষ্ঠানে তিনি থাকতে পারছেন না। কারণ, তিনি সপরিবারে ছুটি কাটাচ্ছেন বিদেশে। তবে এই অনুষ্ঠানে অক্ষয় কুমারের অনুপস্থিতি সম্পূর্ণ আকস্মিক ঘটনা।

Advertisement