• facebook
  • twitter
Sunday, 21 December, 2025

ভূতের পাল্লায় ভূতনাথ

নবাগতা অভিনেত্রীদের মধ্যে আছেন অন্বেষা চ্যাটার্জী। রুমকি চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘এই ছবিটি সপরিবারে দেখার মতো একটি ভিন্ন স্বাদের মজার ভুতের ছবি।

পোস্টার চিত্র

এক ঝাঁক ভূতকে নিয়ে পরিচালক রুমকি চট্টোপাধ্যায়ের মজার ছবি ‘ভূতের পাল্লায় ভূতনাথ’। মুক্তি পেল আজকে। ছবিতে আছেন খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, আরিয়ান ভৌমিক, মানসী সিনহা, রাজু মজুমদার, তরঙ্গ সরকার। এছাড়াও রয়েছেন বাংলা থিয়েটারের চেনা মুখ সন্দীপ চট্টোপাধ্যায়, সুমন্ত রায়।

নবাগতা অভিনেত্রীদের মধ্যে আছেন অন্বেষা চ্যাটার্জী। রুমকি চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘এই ছবিটি সপরিবারে দেখার মতো একটি ভিন্ন স্বাদের মজার ভুতের ছবি। আজ থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে এই ছবি। সমস্ত স্বাদের দর্শককে হলমুখী করাই হল এই ছবিটার মূল মন্ত্র।’

Advertisement

Advertisement

Advertisement