সুভাষ পাল
ডব্লিউবিএফজেএ (বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন) দশম বর্ষে ২০২৫ সালের চলচ্চিত্রে বিভিন্ন ক্ষেত্রে সেরাদের পুরস্কৃত করল। অভিনয়, পরিচালনা, সঙ্গীত থেকে শুরু করে কারিগরি নানা বিভাগে সেরাদের পুরস্কৃত করা হয়েছে। রবিবার দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে ‘বর্ষসেরা বর্ষগুরু সিনেমার সমাবর্তন ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র ক্ষেত্রে সেরাদের এই পুরস্কার প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও রাজ চক্রবর্তী, অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলি, সৌরসেনী মৈত্র, চন্দ্রেয়ী ঘোষ। উপস্থিত ছিলেন দুই বর্ষীয়ান অভিনেতা মাধবী মুখোপাধ্যায় এবং বিপ্লব চট্টোপাধ্যায়। এছাড়াও সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে টলিউডের অন্যান্য বিশিষ্টরা।
Advertisement
অভিনেতা বিভাগে উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি ‘কিলবিল সোসাইটি’তে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য সম্মানিত হয়েছেন। এছাড়া রুদ্রনীল ঘোষ ‘ধূমকেতু’, খরাজ মুখোপাধ্যায় ‘প্রজাপতি ২’ ছবিতে সম্মানিত হয়েছেন। সম্মানিত হয়েছেন সৌরভ দাসও। অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি ‘গৃহপ্রবেশ’ ছবিতে অসামান্য অভিনয়ের জন্য সেরা পুরস্কার পেয়েছেন। এছাড়া ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর জন্য পুরস্কৃত হয়েছেন চন্দ্রেয়ী ঘোষ। ইধিকা পাল পুরস্কৃত হয়েছেন ‘রঘু ডাকাত’ ছবিতে সেরা অভিনয়ের জন্য।
Advertisement
পরিচালনা বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। তাঁর পরিচালিত ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর একাধিক বিভাগে পুরস্কৃত করা হয়েছে। একই ছবির জন্য অভিনয় বিভাগেও সম্মান পেয়েছেন সৌরসেনী মৈত্র। গোয়েন্দা চরিত্র ‘একেন’-এর জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে ‘দ্য একেন—বেনারসে বিভীষিকা’। এই ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে সম্মান পেয়েছেন অনির্বাণ চক্রবর্তী।
সঙ্গীত বিভাগে ‘গৃহপ্রবেশ’ ছবির জন্য সেরা সুরকার হিসেবে পুরস্কৃত হয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। জিৎ গঙ্গোপাধ্যায় ‘প্রজাপতি ২’-এ এবং প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় ‘পুতুলনাচের ইতিবৃত্ত’-এর জন্য সঙ্গীত বিভাগে সেরা পুরস্কারে সম্মানিত হয়েছেন। সেই সঙ্গে সেরা গীতিকার ও প্লেব্যাক গায়ক–গায়িকার বিভাগেও একাধিক ছবির গান জায়গা করে নিয়েছে সেরার তালিকায়।
কারিগরি বিভাগে মেকআপ, কস্টিউম ডিজাইন এবং সাউন্ড ডিজাইন ও মিক্সিংয়ের জন্যও আলাদা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আজীবন সম্মান প্রদান করা হয়েছে চলচ্চিত্র জগতের বিশিষ্ট খলনায়ক বিপ্লব চট্টোপাধ্যায়কে। এছাড়াও জীবনকৃতি সম্মান পেয়েছেন মাধবী মুখোপাধ্যায়।
আয়োজকদের মতে, এই পুরস্কার তালিকা প্রমাণ করে বাংলা ছবির বৈচিত্র্য, বিষয়গত সাহস এবং শিল্পমান এখনও শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে। আগামী দিনে আরও নতুন কাজ ও নতুন মুখ উঠে আসবে— এই আশাই প্রকাশ করেছেন তাঁরা।
Advertisement



