• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মুক্তির আগেই নাকি বাজেটে বাজিমাত ‘আদিপুরুষের’!

কলকাতা:- আগামীতে যেকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে তার মধ্যে সবথেকে বেশি প্রত্যাশা একটি ছবিকে ঘিরে। আদিপুরুষ ছবিটি বলিউডের ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি করা হয়েছে। প্রভাস, কৃতি সানন অভিনীত এবং ওম রাউত পরিচালিত ছবিটি অনেকদিন ধরেই চর্চায় রয়েছে। কখনো হাস্যকর এডিটের কারণে, কখনো বা বিতর্কের কারণে সংবাদ শিরোনামে থেকেছে আদিপুরুষ। নিম্নমানের এডিটিংয়ের জেরে ট্রোলের মুখে পড়েছিল আদিপুরুষ

কলকাতা:- আগামীতে যেকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে তার মধ্যে সবথেকে বেশি প্রত্যাশা একটি ছবিকে ঘিরে। আদিপুরুষ ছবিটি বলিউডের ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি করা হয়েছে। প্রভাস, কৃতি সানন অভিনীত এবং ওম রাউত পরিচালিত ছবিটি অনেকদিন ধরেই চর্চায় রয়েছে। কখনো হাস্যকর এডিটের কারণে, কখনো বা বিতর্কের কারণে সংবাদ শিরোনামে থেকেছে আদিপুরুষ। নিম্নমানের এডিটিংয়ের জেরে ট্রোলের মুখে পড়েছিল আদিপুরুষ ছবিটি। সূত্রের খবর, ছবিটি মুক্তির আগেই নাকি ভালো ব্যবসা করে ফেলেছে আদিপুরুষ। এখনো পর্যন্ত ছবিটি মুক্তি পেতে কিছুদিন বাকি রয়েছে। তার আগেই বাজেটের অন্তত ৮৫ শতাংশ ছবিটি তুলে ফেলেছে বলেই শোনা যাচ্ছে। এখনো পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রের সবথেকে বেশি বাজেটের ছবিগুলির মধ্যে অন্যতম হতে চলেছে আদিপুরুষ। আনুমানিক ৫০০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে এই ছবিটি। এর মধ্যে ছবিটির ডিজিটাল স্বত্ব, স্যাটেলাইট স্বত্ব, মিউজিক স্বত্ব থেকেই উঠে এসেছে ২৪৭ কোটি টাকা। এছাড়াও দক্ষিণে প্রেক্ষাগৃহ থেকে এসেছে আরো ১৮৫ কোটি টাকা। আগামী ১৬ জুন দেশ জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আদিপুরুষ। তার আগেই ছবির এতটা লাভ করা নিঃসন্দেহে একটি বিরাট চমক এবং একটি ইতিবাচক দিকও বটে। আদিপুরুষ নিয়ে দেশজুড়ে যে উন্মাদনা তৈরি হয়েছে সেদিকে নজর দিয়ে ট্রেড অ্যানালিস্টদের মত, মুক্তির পরপরই বড়সড় অঙ্কের ব্যবসা করতে চলেছে এই ছবিটি।

Advertisement

Advertisement