এই বছর, বলিউড অভিনেতা টাইগার শ্রফ, রোহিত শেঠির ‘সিংঘম এগেইন’-এর মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। টাইগার পরের বছর অর্থাৎ ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর, সাজিদ নাদিয়াদওয়ালার তাঁর অ্যাকশন থ্রিলার ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘বাগি ৪’-এর সুবাদে রুপোলি পর্দায় ফিরে আসবেন।
‘বাগি ৪’ কন্নড চলচ্চিত্র নির্মাতা এ হর্ষার বলিউডে অভিষেক ঘটাবে। এই ঘোষণার পাশাপাশি, টাইগার নিজেই ফার্স্ট লুক পোস্টারটি শেয়ার করেছেন, যেখানে তিনি একটি টয়লেট সিটের উপরে বসে আছেন। গা থেকে গড়িয়ে পড়া রক্ত ভায়োলেন্স দৃশ্যের ইঙ্গিত দিচ্ছে। অভিনেতার এক হাতে মদের বোতল, অন্য হাতে কসাইয়ের ছুরি এবং মুখে সিগারেট। নীচের ক্যাপশনে তিনি শেয়ার করেছেন,‘একটি অন্ধকার আত্মা, একটি রক্তাক্ত মিশন। এইবার সে আর আগের মতো নেই!’
Advertisement
Advertisement
Advertisement



