অনেকেই বলছেন ২০২৫ আয়ুষ্মান খুরানার জন্য একটি অ্যাকশন-প্যাকড বছর হতে চলেছে। ইতিমধ্যেই বহুল প্রতীক্ষিত ‘ম্যাডক ফিল্মস’-এর হরর-কমেডি ছবি ‘থামা’-র দ্বিতীয় প্রস্থের শ্যুটিং শুরু করেছেন অভিনেতা। গত বছরের শেষের দিকে মুম্বাইয়ে একটি সংক্ষিপ্ত শ্যুটিং সেশনের পর, ‘থামা’-র টিম এখন দিল্লিতে শ্যুটিং শুরু করার জন্য প্রস্তুত। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলা এই সময়সূচীতে বেশ কয়েকটি রোমাঞ্চকর দৃশ্য থাকবে বলে আশা করা হচ্ছে।
রোম্যান্স এবং রক্তপাতের দৃশ্যে পরিপূর্ণ ‘থামা’। ছবিতে আয়ুষ্মান খুরানা ছাড়াও অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। ‘মুঞ্জিয়া’ খ্যাত নির্দেশক আদিত্য সরপোতদার এই ছবিটি পরিচালনা করছেন। প্রযোজনা করেছেন দীনেশ ভিজান ও অমর কৌশিক।
তবে ২০২৫-এ শুধু ‘থামা’ নয়, আয়ুষ্মানের ঝুলিতে রয়েছে আরও কিছু ছবি। দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা ‘থামা’-র। জানা গেছে এর পাশাপাশি আয়ুষ্মান, ধর্মা প্রোডাকশনস এবং শিখিয়া প্রোডাকশনস প্রযোজিত একটি (আপাতত শিরোনামহীন) অ্যাকশন থ্রিলারেও কাজ করছেন।
কানে এসেছে তিনি নির্মাতা সুরজ বরজাতিয়ার সঙ্গে একটি পারিবারিক কাহিনী ভিত্তিক ছবিরও শ্যুটিং শুরু করবেন। এছাড়াও আয়ুষ্মান, যশ রাজ ফিল্মস এবং পোশাম পা পিকচার্স প্রযোজিত একটি ছবিতে কাজ করার জন্য ইতিমধ্যেই প্রতিশ্রুতিবদ্ধ।