মুম্বই: মেজাজ হারালেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। মুম্বইয়ে নতুন ছবি ‘ভেদা’-র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের সময় তাঁর এই কাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। যা নিয়ে হতবাক নেটিজেনরা। কারণ তিনি সাধারণত শান্ত স্বভাবের। তাঁর সঙ্গে এই মাথাগরম ‘শব্দ’টা একেবারে যায়না। আর সেই কান্ডটাই শেষ পর্যন্ত করে বসলেন বিপাশা বসুর প্রাক্তন। কিন্তু কী হয়েছিল তাঁর সঙ্গে, যার জন্য এই কান্ড!
জানা গিয়েছে, এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে জনকে একটি বিরক্তিকর প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। কেন আপনি বারবার একই ধরণের চরিত্রে অভিনয় করেন? ভিন্ন ধরণের চরিত্র কেন করেন না? এই প্রশ্ন শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন জন। রাগের চোটে তিনি তীব্র প্রতিক্রিয়া জানান। বলেন, ‘আপনি কি আমার সব ছবি দেখেছেন?’ এরপরই ওই সাংবাদিককে ‘ইডিয়ট’ বলে গালি দেন এই বলি অভিনেতা। আর এমন হাতে গরম খবর ছড়িয়ে পড়তেই অভিনেতার সমালোচনা করেছেন অনেকে। পরে অবশ্য তিনি বলেন, ‘এই ছবিটা সম্পূর্ণ আলাদা। আগে ছবিটি দেখুন, তারপর বিচার করুন।’
Advertisement
Advertisement
Advertisement



