• facebook
  • twitter
Tuesday, 17 September, 2024

তখত-এ বলিউডে ডেবিউ আরিয়ান খানের

কলেজের পাঠ শেষ করে পরিচালনায় আসছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান

আরিয়ান খান (ছবি- ইন্সটাগ্রাম)

কলেজের পাঠ শেষ করে পরিচালনায় আসছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। পরিচালক করণ জোহারের প্রযোজনা সংস্থার ছবি ‘তখত’-এ করণের সহ পরিচালক হিসাবে কাজ শুরু করবেন আরিয়ান। বাবা শাহরুখ খান আগেই জানিয়েছিলেন, আরিয়ানের অভিনয় নিয়ে কোনও আগ্রহ নেই। ছবির পরিচালক হিসাবে কাজ করতে চায় সে। যদিও শাহরুখের নির্দেশ ছিল নিজেদের লেখাপড়া শেষ না করলে বলিউডে আসতে পারবে না তাঁর সন্তানরা। আরিয়ান গ্র্যাজুয়েশন শেষ করে ফেলেছেন। লণ্ডনে চিত্রনাট্য লেখা ও সিনেমা তৈরির ওপর লেখাপড়া করেছেন। তবে শাহরুখের মতে চিত্র পরিচালক হতে গেলে আরিয়ানকে আরও শিখতে হবে। পড়তেও হবে। আরিয়ান যে সহ পরিচালক হিসাবে কাজ শুরু করতে চলেছেন তার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন বাদশা খান। শাহরুখ কন্যা সুহানাও অভিনয় নিয়ে পড়েছেন লন্ডনে। শাহরুখ-গৌরির কন্যা পর্দায় আসা এখন সময়ের অপেক্ষা। এই মুহূর্তে ভোগ ম্যাগাজিনে কভার গার্ল হিসাবে সুহানার ফটোশ্যুট আগেই আলোচনায় উঠে এসেছিলেন। প্রশংসিত হয়েছিল লন্ডনের কলেজের বিভিন্ন অনুষ্ঠানে তাঁর অভিনয়। যোগ্য সন্তান একেই বলে।