• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জন্মদিনের আগেই ভক্তদের কাছে অনন্যা পাণ্ডের মিষ্টি আবেদন, ‘আমায় শুভেচ্ছায় ভরিয়ে দাও’

ভিডিওতে দেখা যাচ্ছে, অনন্যা হালকা মেকআপে, সাদা পোশাকে উজ্জ্বল হাসিতে বলছেন, ‘আমার জন্মদিন আসছে, সবাই আমায় শুভেচ্ছা দিও!’

প্রতিনিধিত্বমূলক চিত্র

জন্মদিনের ঠিক আগে ভক্তদের উদ্দেশে আদুরে আবেদন করলেন অনন্যা পাণ্ডে। নিজের সামাজিক মাধ্যমে হাসিখুশি এক ভিডিও পোস্ট করে বললেন, ‘আমায় শুভেচ্ছা বার্তা পাঠাও।’

বৃহস্পতিবার ৩০ অক্টোবর বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পাণ্ডের জন্মদিন। এইদিনে অভিনেত্রী ২৬ বছরে পা দিতে চলেছেন। সেই উপলক্ষে অনন্যা ইতিমধ্যেই পরিবারের সঙ্গে ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে জন্মদিন উদ্‌যাপনের পরিকল্পনা শুরু করেছেন। সেই আনন্দ মুহূর্তে অভিনেত্রী সঙ্গে চাইছেন তাঁর গুণমুগ্ধ ভক্তদেরও।

Advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে, অনন্যা হালকা মেকআপে, সাদা পোশাকে উজ্জ্বল হাসিতে বলছেন, ‘আমার জন্মদিন আসছে, সবাই আমায় শুভেচ্ছা দিও!’ তাঁর এই মিষ্টি অনুরোধে সাড়া দিয়েছেন অগণিত ভক্তরা। মুহূর্তে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। ভক্তরা একের পর এক শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেছেন।

Advertisement

উল্লেখ্য, চলতি বছরে ‘খো গয়ে হাম কহাঁ’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি পরিচালক বিকাশ বহলের নতুন ছবিতেও তাঁকে দেখা যাবে।

অভিনয় জীবনের পাশাপাশি অনন্যা সামাজিক কাজেও যুক্ত। তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে তাঁর উদ্যোগ ‘সো পজিটিভ’ দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

Advertisement