ভালোবাসার গানে নতুন লুকে অভিনেত্রী দেবলীনা দত্ত ও অভিনেতা কাইজার খান। প্রকাশ্যে ফার্স্ট লুক। পুরোপুরি আলাদা লুকে, দর্শকদের জন্য চমক নিয়ে এই গানে দেখা যাবে অভিনেত্রী দেবলীনা দত্তকে। গানের নাম ‘তোর নামে নীল খামে’, পরিচালক সুধীর দত্ত৷ শিল্পী রাখী দত্ত ও রাজ বর্মনের কন্ঠে শোনা যাবে এই গান।
অভিনেত্রী দেবলীনা দত্ত জানান, ‘এই প্রজেক্টে দর্শক পুরোপুরিভাবে নতুন স্বাদের গান উপহার পাবে। ভালোবাসার মানুষটিকে নীল খামে ভালোবাসা জানাতে বলছি আমরা এই গানে। কারণ শুধু এই ভালেন্টাইন দিন প্রেমিক প্রেমিকার দিন নয়। বন্ধু একজন বন্ধুর, মা সন্তান, ভাই বোন সবাই সবার ভালেন্টাইন হতে পারে।’
Advertisement
Advertisement
Advertisement



