আজ থেকে শুরু হচ্ছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেশি-বিদেশি ছবির ভিড়ে এমন কয়েকটি ছবি আছে, যে ছবিগুলো শুধু আন্তর্জাতিক চলচ্চিত্রের আঙিনায় দর্শকদের মন জয় করছে। সেই ছবির তালিকায় রয়েছে নতুন পরিচালক সৌম্যদীপ ঘোষ চৌধুরীর ছবি ‘৯মাস ৯দিন অন্তহীন।’
এর আগে বেশ কয়েকটি শর্ট এবং তথ্যচিত্র করলেও এটাই সৌম্যদীপের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। ছবির বিষয়বস্তুর মধ্যেই রয়েছে নতুনত্বের ছোঁয়া,ফ্যান্টম প্রেগনেন্সি। এক বছর ধরে সৌম্যদীপ এই ছবির শুটিং করেছেন। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার তার ছবির মূল বিষয়। ‘৯মাস ৯দিন অন্তহীন।’ এবার কলকাতার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ প্রতিযোগিতা বিভাগের অংশগ্রহণ করা একমাত্র বাংলা ছবি ।
পেশায় একসময়ের সাংবাদিক সৌম্য ছবি নিয়ে খুবই উত্তেজিত। কারণ তাঁর শহরে তাঁর তৈরি প্রথম ফিচার ছবি কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতামূলক বিভাগে জায়গা পেয়েছে। সৌম্যর কথায় আসলে ‘ফ্যান্টম প্রেগনেন্সির বিষয়টা আমি প্রথম শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে। যার কুকুরের এমন একটি সমস্যা হয়েছিল । পরে যখন আমার ছবির প্রযোজক ক্রিয়েশনের কর্ণধার মোহনা ঘোষের সঙ্গে কথা বলি , তার ডাক্তার কন্যা আমাকে এই নিয়ে বিশদে জানান। তখন আমি নিজে বিষয়টা নিয়ে আরও রিসার্চ শুরু করি এবং ঠিক করে যে আমার ফিচার ছবির বিষয় হবে এটাই।’
তিনি আরও বলেন যে, ‘আমাদের দেশের মেয়েদের বিয়ে হয়ে গেলে একটা অদ্ভুত চাপ থাকে। গ্রামে ব্যাপারটা আরও বেশি দেখা যায়। একটা বাচ্চা হতে গিয়ে নানা ধরনের সমস্যা দেখা যায়। কখনো মায়েদের বাচ্চাটি মিসকারেজ হয় বা মৃত সন্তান জন্ম দেয়। তারপরেই একটা মানসিক চাপ থেকে এই ধরনের সমস্যাটা তৈরি হয়।’ সন্দীপের এই ছবিতে অভিনয় করেছে শ্রেয়া ভট্টাচার্য, সাগ্নিক মুখোপাধ্যায় পারমিতা মুখোপাধ্যায়, বৈশাখী রায় সহ আরও অনেকে।
চলচ্চিত্র উৎসবে ৩ দিন দেখানো হবে এই ছবি। সাত তারিখ নন্দন, নয় তারিখ রাধা স্টুডিও এবং এগারো তারিখ মেনকা সিনেমা হলে।



