দীপশিখার অঙ্গদানে সুস্থ হয়ে উঠেছেন দুজন
বুধবার দীপশিখা সামন্তের ব্রেনডেথের পর অঙ্গদান করান তার পরিবারের লকেরা। দীপশিখার শরীর থেকে দুটি কিডনি, দুটি চোখ ও ত্বক প্রতিস্থাপিত করা হয়। দীপশিখার সেই অঙ্গ সফল প্রতিস্থাপনের ফলে সুস্থ হয়ে উঠেছেন দেবাশিস মন্ডল ও কল্যাণী ঝা। বুধবার রাত দুটোর সময় অপারেশান শেষ হয়ে বৃহস্পতিবার ভোররাতে। এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা সফলভাবে কাজটি সম্পন্ন করেছেন। হাসপাতালের ডিরেক্টর অজয়