• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দীপশিখার অঙ্গদানে সুস্থ হয়ে উঠেছেন দুজন

বুধবার দীপশিখা সামন্তের ব্রেনডেথের পর অঙ্গদান করান তার পরিবারের লকেরা। দীপশিখার শরীর থেকে দুটি কিডনি, দুটি চোখ ও ত্বক প্রতিস্থাপিত করা হয়। দীপশিখার সেই অঙ্গ সফল প্রতিস্থাপনের ফলে সুস্থ হয়ে উঠেছেন দেবাশিস মন্ডল ও কল্যাণী ঝা। বুধবার রাত দুটোর সময় অপারেশান শেষ হয়ে বৃহস্পতিবার ভোররাতে। এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা সফলভাবে কাজটি সম্পন্ন করেছেন। হাসপাতালের ডিরেক্টর অজয়

দীপশিখার অঙ্গদানে সুস্থ হয়ে উঠেছেন দুজন

বুধবার দীপশিখা সামন্তের ব্রেনডেথের পর অঙ্গদান করান তার পরিবারের লকেরা। দীপশিখার শরীর থেকে দুটি কিডনি, দুটি চোখ ও ত্বক প্রতিস্থাপিত করা হয়।
দীপশিখার সেই অঙ্গ সফল প্রতিস্থাপনের ফলে সুস্থ হয়ে উঠেছেন দেবাশিস মন্ডল ও কল্যাণী ঝা। বুধবার রাত দুটোর সময় অপারেশান শেষ হয়ে বৃহস্পতিবার ভোররাতে।
এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা সফলভাবে কাজটি সম্পন্ন করেছেন। হাসপাতালের ডিরেক্টর অজয় কুমার রায় এই কথা জানান। প্রায় পাঁচ মাস ধরে দেবাশিষ মন্ডল ও কল্যাণী ঝা হাসপাতালে ভর্তি ছিলেন।
দীপশিখার পরিবার তার দেহদানের সিদ্ধান্ত নেওয়ার পর সেদিন রাতেই এই দুই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি স্বাস্থ্যভবন থেকেও অনুমতি নেওয়া হয়।
এরপর ১৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে বিষয়টি দ্রুত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। সফল অস্ত্রপচার করতে ১২ ঘন্টা সময় লেগেছে। তবে দুজনের অবস্থাই এখন স্থিতিশীল।
হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ৪৮ ঘন্টার জন্য বিশেষ পর্যবেক্ষণে রেখেছে। একটি প্রদীপ থেকে আরও অনেক প্রদীপ জ্বলে ওঠে। তেমনি করেই দীপশিখাও অন্যদের মধ্যে উজ্জ্বল হয়ে থাকবেন।

Advertisement

Advertisement