প্রতিবছরের মতাে এবারও বর্ধমানের ঐতিহ্যশালী বর্ধমান রাজ প্রতিষ্ঠিত সর্বমঙ্গলা মাতা ঠাকুরাণীর মন্দিরে পয়লা বৈশাখ উৎসব পালন হবে। রীতি রেওয়াজ সম্পূর্ণ বালীয়ানায় নতুন বছরকে স্বাগত জানিয়ে হবে পুজো ও ভােগ নিবেদন। কয়েক হাজার ভক্ত মন্দিরে মাতা ঠাকুরাণীকে পুজো দিয়ে সারা বছরের জন্য মঙ্গল কামনা করবেন।
মন্দির ট্রাস্টি কমিটির সম্পাদক সঞ্জয় ঘােষ জানিয়েছেন, সবই হবে কোভিড স্বাস্থ্যবিধি মেনে। তিনি আবেদন রেখেছেন মন্দিরে স্বজন সহ আসবেন তবে স্বাস্থ্য সচেতন হয়ে। ওই দিন ভক্তদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আটশাে কুপনের মাধ্যমে ভােগ বিতরণের ব্যবস্থা করা হবে বলেও ট্রাস্টি কমিটিরি পক্ষ থেকে ঘােষণা হয়েছে। ভাের পাঁচটায় মন্দিরে পুজো শুরু হবে বলেও জানা গেছে।
Advertisement
Advertisement
Advertisement



