বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণির পড়ুয়া এবং তাঁদের অভিভাকরাও উপস্থিত ছিলেন। ক্লাস চলাকালীন হঠাৎ ভেসে ওঠে পর্নের দৃশ্য। তা নিয়েই হইচই শুরু হয়েছে ওই স্কুলে।
সম্প্রতি এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পুণে জেলার রাজগুরুনগরে। ঘটনা নিয়ে থানায় অভিযােগও দায়ের করেছেন ওই স্কুল কর্তৃপক্ষ। পর্নের দৃশ্য সামনে আসতেই পরা তড়িঘড়ি লগ আউট করে যায়। যদিও এর মধ্যেই কিছু পড়ার অভিভাকও দেখে ফেলেছিলেন সেই দৃশ্য।
Advertisement
তাঁরা বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযােগ জানান। এর পর স্কুল কর্তৃপক্ষ স্থানীয় থানায় অভিযােগও দায়ের করেন। থানার ইনস্পেক্টর সতীশ গৌরব বলেছেন, ঘটনার সময় অনলাইনে ৩০ জন ক্লাস করছিল। পুণে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ বিষয়টি নিয়ে তদন্ত করছে বলে জানিয়েছেন তিনি।
Advertisement
Advertisement



