করােনার নতুন রূপ ‘মিউ’কে নিয়ে আলােচনা শুরু হয়েছে। যদিও এই স্ট্রেনটি ঘিরে দুশ্চিন্তা নেই বলে দাবি করা হলেও, “ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট”-এর তালিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘মিউ’কে রেখেছে।
এবছর জানুয়ারি মাসে কলম্বিয়ায় প্রথম ‘মিউ’র সন্ধান মেলে। এর বিজ্ঞানসম্মত নাম ‘বি.১.৬২১’। এর সংক্রমণ ক্ষমতা সম্বন্ধে এখনও বিশেষ কিছু জানা যায়নি। তবে এর চরিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
Advertisement
বলা হচ্ছে, এটি বাজারে উপস্থিত টিকাগুরি ক্ষমতা ভেদ করতে সক্ষম। ‘মিউ’ সম্বন্ধে আরও পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে বিজ্ঞানীদের মধ্যে।
Advertisement
Advertisement



