করােনার জেরে প্যারােলে মুক্তি পেল ৮১ জন

দেশজুড়ে করােনার বাড় বাড়ন্তে অভিনব সিদ্ধান্ত বালুরঘাটের কেন্দ্রীয় সংশােধনাগারে। কোভিড সংশােধনাগার রাখতে আগেভাগেই তৎপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Written by SNS Kolkata | May 27, 2021 8:47 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

দেশজুড়ে করােনার বাড় বাড়ন্তে অভিনব সিদ্ধান্ত বালুরঘাটের কেন্দ্রীয় সংশােধনাগারে। কোভিড সংশােধনাগার রাখতে আগেভাগেই তৎপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বালুরঘাট কেন্দ্রীয় সংশােধনাগার থেকে মােট ৮১ জনকে তিন মাসের প্যারােলে মুক্তি দেওয়া।

জানা গেছে, ইতিমধ্যেই সংশােধনাগার থেকে ২৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। আরও ১৫ জন সাজা শেষ করে ফেলেছেন। বাকি ৩৯ জনকে দ্রত ছেড়ে দেওয়ার জন্য প্রক্রিয়া চলছে। তবে মুক্তি পাওয়া সমস্ত বিচারাধীন বন্দিকেই তিনমাস পর্যন্ত বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বালুরঘাট কেন্দ্রীয় সংশােধনাগারের সুপার নবীন কুজুর বলেন, চারিদিকে করােনার আতঙ্ক রয়েছে। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী বালুরঘাট কেন্দ্রীয় সংশােধনাগারে ৮১ জন বিচারাধীন বন্দির প্যারােলে মুক্তির অনুমােদন মিলেছে।

সেই মত ২৭ জন ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের ছাড়ার কাজ চলছে। এখনও পর্যন্ত কোভিড মুক্ত রয়েছে সংশােধনাগার।