• facebook
  • twitter
Saturday, 13 December, 2025

আপনাদের আত্মত্যাগই আমাদের অনুপ্রেরণা মমতা

বৃহস্পতিবার বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে মমতা বললেন, আপনাদের আত্মত্যাগই আমাদের অনুপ্রেরণা।

মমতা বন্দ্যোপাধ্যায় (Photo:SNS)

বাংলাদেশের বিজয় দিবসের পঞ্চাশ বছরে আবেগের শরিক হলেন মোদি-মমতা দু’জনেই। বৃহস্পতিবার বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে মমতা বললেন, আপনাদের আত্মত্যাগই আমাদের অনুপ্রেরণা।

এদিন টুইট করে মমতা জানিয়েছেন, সকলেরই মনে আছে, ১৯৭১ সালে সাহসের সঙ্গে বীরযোদ্ধারা লড়েছিলেন। তাছাড়া এই কৃতিত্বে আমাদের সেনাবাহিনীর স্মরণ করছি। আপনাদের বীরত্বই আমাদের অনুপ্রেরণা। অবদানও বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ সেনানীদের শ্রদ্ধা জানান হয়।

Advertisement

স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গিয়েছেন। ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণেই ‘বিশেষ অতিথি’ হিসেবে কোবিন্দের এই বাংলাদেশ সফর।

Advertisement

বাংলাদেশের এই বিজয় দিবসের পঞ্চাশ বছরকে স্মরণ করে এদিন শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দুই বাংলার মধ্যে সৌহার্দের স্মৃতিকে উসকে দিলেন টুইট বার্তায়।

Advertisement