ফের রাতের কলকাতায় তরুণীর রহস্য মৃত্যু। বন্ধুর বাইকে চড়ে কলকাতায় ঘুরতে বেরিয়ে ওই তরুণীর মৃত্যু হয় বলে খবর। কলকাতার বড় বাজার চত্বরের বাসিন্দা রিয়া শোনকার নামের ওই তরুণীর মৃত্যু ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, রাতের বেলায় প্রেমিক অঙ্কিত মিশ্রের বাইকে চেপে রাতের মহানগরের আমেজ উপভোগ করতে বেরিয়েছিলেন ওই তরুণী। কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁর।
মেয়ের মৃত্যুতে শোকাহত তরুণীর পরিবার। প্রেমিক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে থানার দ্বারস্থ হন মৃতার পরিবার। ইতিমধ্যেই ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে যুবককে। কিন্তু যুবকের দাবি, বড়বাজার এলাকায় পথদুর্ঘটনার কবলে পড়ে তাঁদের বাইক। এরপর রক্তাক্ত অবস্থায় বান্ধবীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই খবর দেওয়া হয় তরুণীর বাড়িতে।
পুলিশের কাছে যুবক জানান হেস্টিংস এলাকায় তার বাইকের চাকা স্কিড করে যায়, দুর্ঘটনায় গুরুতর জখম হন তরুণী। চোট লাগে যুবকেরও। মৃতার পরিবার, হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুব খতিয়ে দেখছে পুলিশ। পরিবার ধৃত ওই যুবকের কঠোরতম শাস্তির দাবি করেছে। জেরা করা হচ্ছে ধৃতকেও। দশম শ্রেণীর ছাত্রী রিয়ার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। রিপোর্ট সামনে এলেই জানা যাবে ঠিক কী হয়েছিল।