• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ঝুলন্ত অবস্থায় উদ্ধার যুবক-যুবতী

আজ সকালে পূর্ব বর্ধমান জেলার খণ্ড ঘােষ থানার গােপালবেড়া গ্রামে ধানক্ষেতের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায় গ্রামের দুই যুবক যুবতীকে

প্রতিকি ছবি (File Photo: iStock)

গাছে একই দড়িতে ফাঁস লাগিয়ের যুগলের মৃত্যু পূর্ব বর্ধমানের খণ্ডঘােষে। আজ সকালে পূর্ব বর্ধমান জেলার খণ্ড ঘােষ থানার গােপালবেড়া গ্রামে ধানক্ষেতের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায় গ্রামের দুই যুবক যুবতীকে। তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে অনুমান।

মৃত দীপঙ্কর রায় এবং নিরুপা রায় গােপালবেড়া গ্রামের প্রতিবেশী। তাদের মধ্যে প্রনয়ের সম্পর্ক ছিল বলে অবশ্য স্বীকার করতে চাননি। মৃতদের পরিবার ও গ্রামবাসীরা। আজ সকালে গ্রামের লােক ধানক্ষেতের পাশে একটি গাছে একটিই দড়িতে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

Advertisement

খণ্ডঘােষ থানার পুলিশ এসে দেহ দুটি হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘােষণা করেন। ময়না তদন্তের জন্য দেহ দুটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানাে হয়েছে। গােটা ঘটনার তদন্তে নেমেছে খণ্ডঘােষ থানার পুলিশ।

Advertisement

Advertisement