• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

প্রার্থী ঘােষণার আগেই দেওয়াল লিখন

খড়গপুর সদর এবং খড়গপুর, দুই বিধানসভায় রাজ্যের শাসক দলের প্রার্থীপদ ঘােষণার আগেই বর্তমান বিধায়কের নামে দেওয়াল লিখন শুরু হওয়ায় চরম অস্বস্তি দলের মধ্যে।

দেওয়াল লিখন (Photo: Twitter | @sushantatmyc)

খড়গপুর সদর এবং খড়গপুর, দুই বিধানসভায় রাজ্যের শাসক দলের প্রার্থীপদ ঘােষণার আগেই বর্তমান বিধায়কের নামে দেওয়াল লিখন শুরু হওয়ায় চরম অস্বস্তি দলের মধ্যে। 

খড়গপুর বিধানসভার অন্তর্গত ভেটিয়া অঞ্চলের শ্যামসুন্দরপুরে এদিন সকালে তৃণমূল প্রার্থী দীনেন রায়কে ভােট দেওয়ার আর্জি জানিয়ে দেওয়াল লিখন নজরে পড়ে। দীনেনবাবুর বক্তব্য, অতি উৎসাহে কোনও কর্মী দেওয়াল লিখেছে। তবে এটা উচিত হয়নি। 

Advertisement

মঙ্গলবার বিকালে খড়গপুর সদর বিধানসভার ৭ নং ওয়ার্ডের শ্রীকৃষ্ণপুরে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারকে ভােট দেওয়ার আর্জি জানিয়ে দেওয়াল লেখেন কর্মীরা। 

Advertisement

ওয়ার্ডের যুব নেতা বুবুন চ্যাটার্জি বলেন, আমরা দেওয়াল লিখিনি। পাড়ারই কয়েকজন তৃণমূল কর্মী দেওয়াল লিখেছেন, দেখেছি। 

বিজেপি জেলা সহসভাপতি গৌতম ভট্টাচার্য বলেন, শাসক দলের কেউ বুঝতে পারছে না তারা প্রার্থী হবেন কি না। তাই নিজেদের নামে দেওয়াল লিখিয়ে দলের উপর চাপ তৈরি করতে চাইছেন।

Advertisement