চলতি মাসেই নিউ টাউনে শুরু হয়ে যাবে দুর্গা অঙ্গনের কাজ। নবান্ন থেকে মঙ্গলবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্দির নির্মাণের দায়িত্বে আছে আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ (হিডকো)। হিডকোর চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সময় নিয়ে চলতি মাসের কোনও এক দিন মন্দিরের ভিতপুজো করা হবে। এরপরেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে মন্দির নির্মাণের কাজ।
চলতি বছরের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগস্ট মাসে সেই সিদ্ধান্তে সিলমোহর দেয় রাজ্যের মন্ত্রিসভা। এরপর চিহ্নিত করা হয় জমি। দরপত্র ডেকে কাজ শুরু করে দেয় হিডকো। সেই দরপত্রের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। তাই চলতি মাসেই শুরু হবে দুর্গা অঙ্গন নির্মাণের কাজ।
নিউ টাউনে ইকো পার্কের অদূরে রামকৃষ্ণ মিশনের জমির ঠিক পাশেই এই মন্দির নির্মাণ হতে চলেছে। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে মন্ত্রিসভায় সিলমোহরের পর ২২ অগস্ট দরপত্র আহ্বান করে হিডকো। তাতে মন্দির নির্মাণের জন্য আনুমানিক খরচ ধার্য করা হয় ২৬১ কোটি ৯৮ লক্ষ ৩০ হাজার ৩০৪ টাকা। দরপত্রে বলা হয়, অঙ্গীকারের দিন থেকে ২৪ মাস অর্থাৎ দু’বছরের মধ্যে মন্দির নির্মাণের কাজ শেষ করতে হবে। ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে দুর্গা অঙ্গনের কাজ শেষ হওয়ার কথা।
পুরীর জগন্নাথ ধামের ধাচে দিঘাতে জগন্নাথ মন্দির নির্মাণ করেছে রাজ্য সরকার। অন্যদিকে, শিলিগুড়িতে সবচেয়ে বড় মহাকাল মন্দির নির্মাণের জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করা হয়েছে। এই আবহে ডিসেম্বর থেকে দুর্গা অঙ্গনের কাজ শুরু হতে চলেছে। আগামী বছরের এপ্রিল –মে মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এই দুর্গা অঙ্গনের কাজ শুরুর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
Advertisement