জেলা সদর শহর সিউড়ীর আনন্দপুরে বাড়ির কুয়াে থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ ৯ মে সকালে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
বছর পঞ্চাশ বয়সী ওই গৃহবধূ বাড়িতে তাঁর মেয়ে-জামাইয়ের সঙ্গে থাকতেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে বলা হচ্ছে।
Advertisement
সকালের দিকে ওই গৃহ্বধূকে বাড়িতে দেখতে পাওয়া না যাওয়ায় তাঁর মেয়ে মায়ের সন্ধান করেন। পরে বাড়ির কুয়ােতে দড়ি ঝুলতে দেখে তাঁর সন্দেহ হওয়ায় তিনি স্বামীকে ডাকেন। তখনই দেখা যায়, কুঁয়ােতে দড়ির সঙ্গে ওই মহিলা ঝুলছে।
Advertisement
খবর পেয়ে বীরভূমের সদর শহর সিউড়ী থানার পুলিশ ও দমকল বাহিনীর লােকজন এসে দেহটি উদ্ধার করে। তাঁকে সিউড়ীর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।
Advertisement



