• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চোর সন্দেহে কিশােরসহ এক মহিলা আটক

চোর সন্দেহে কিশাের সহ এক মহিলাকে আটক করল এলাকার লােকজন। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লি এলাকায়।

প্রতিকি ছবি (Photo: IANS)

চোর সন্দেহে কিশাের সহ এক মহিলাকে আটক করল এলাকার লােকজন। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লি এলাকায়।

অভিযোগ, মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দা ডিএসপি কর্মী অরিন্দম মুখােপাধ্যায়ের বাড়িতে হঠাৎ ঢুকে পড়ে বছর ১৫-র একটি ছেলে। ঘরে থাকা মােবাইল, এটিএম কার্ড, নগদ টাকা, গাড়ির চাবি সহ মূল্যবান সামন্ত্রী নিয়ে পালানোর করে। পরিবারের লােকজন সেইসময় দোতলার ঘরে ছিলেন।

Advertisement

অরিন্দমবাবু দোতলা থেকে একতলায় নামার সময় নজরে পড়ে। ছেলেটিকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। বাড়ির বাইরে এক মহিলা শিশু কোলে নিয়ে দাঁড়িয়েছিল। ছেলেটিকে ছেড়ে দেওয়ার অনুরােধ করে মহিলাটি। এরপর এর লােকজন জড়ো হয়ে মহিলা ও ছেলেটিকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাদের থানায় নিয়ে গিয়েছে। আটক করার পর পুলিশ মহিলা ও ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে।

Advertisement

Advertisement