• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

রাজ্য থেকে বিদায় নেওয়ার পথে শীত

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।

ফাইল ছবি

এবারের মতো রাজ্য থেকে বিদায় নিতে চলেছে শীত। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবারের তুলনায় সোমবারের তাপমাত্রা কিছুটা কমেছে। মঙ্গলবার আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। তবে বুধবার থেকে তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী। এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৪.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। রবিবারের তুলনায় সোমবার কলকাতায় সামান্য পারদপতন হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলার তাপমাত্রাও কমেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ ভারত থেকে বিদায় নিচ্ছে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু। এছাড়াও একটার পর একটা পশ্চিমি ঝঞ্ঝার জেরে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। আগামীকাল অর্থাৎ ২৯ জানুয়ারি নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। ফলে এর মধ্যে আবহাওয়ার তেমন বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি মাসের শেষে ও ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছে যেতে পারে। অর্থাৎ এ বারের মতো বিদায় নেওয়ার পথে শীত। তবে আজ ও আগামীকাল উত্তরের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও আজ দক্ষিণবঙ্গের সব জেলাতে কুয়াশার সম্ভাবনা আছে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলায় কুয়াশার দাপট থাকতে পারে। তবে দক্ষিণের কোথাও আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।