• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

জয়েন্টের ফল কবে, জানা যাবে আজ

হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ আগামী ৭ অগস্টের মধ্যে রিপোর্ট তলব করেন। রাজ্য এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছ থেকে চাওয়া হয়েছিল এই রিপোর্ট।

প্রতিনিধিত্বমূলক চিত্র

গত ২৭ এপ্রিল জয়েন্ট পরীক্ষা হলেও প্রায় তিনমাস ধরে আটকে ছিল তার ফলপ্রকাশ। অবশেষে ৩১ জুলাই, বৃহস্পতিবার বিকেলে সেই ফল প্রকাশের দিনক্ষণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ২টোয় সল্টলেকের রূপান্নয় ডব্লিউবিজেইইবি-র অফিসে একটি সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সেখানেই আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের নির্ঘণ্ট জানাবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ইতিমধ্যেই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে সবুজ সংকেত পেয়েছে বোর্ড। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সম্প্রতি জয়েন্টের ফল প্রকাশ নিয়ে চাপানউতোর কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ আগামী ৭ অগস্টের মধ্যে রিপোর্ট তলব করেন। রাজ্য এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছ থেকে চাওয়া হয়েছিল এই রিপোর্ট। এরই মধ্যে বড় ঘোষণা করল বোর্ড।

Advertisement

Advertisement

Advertisement