রাজ্যে কী কী বিধিনিষেধ

বাংলায় আসনের ৫০ শতাংশ যাত্রী নিয়ে স্বাভাবিক নিয়মেই চলবে দূরপাল্লার ট্রেন, ৫০ শতাংশ যাত্রী নিয়ে স্বাভাবিক মেট্রোয় পরিষেবা।

Written by SNS Kolkata | January 3, 2022 3:04 am

• আসনের ৫০ শতাংশ যাত্রী স্বাভাবিক নিয়মেই চলবে দূরপাল্লার ট্রেন

•৫০ শতাংশ যাত্রী নিয়ে স্বাভাবিক মেট্রোয় পরিষেবা 

• সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে রাত ১০ টার মধ্যে বন্ধ 

• করতে হবে বাজার, সিনেমা হল, শপিং মল

• রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু নৈশ কার্ফুর সময় শুধু জরুরি পরিষেবায় ছাড় সামাজিক

• সন্ধ্যে ৭ টার পর বন্ধ লোকাল ট্রেন লোকাল ট্রেনে মোট 

• যেকোনও সরকারি, বেসরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা ৫০ শতাংশ লোক নিয়ে সভা-বৈঠক-সমাবেশ 

• সুইমিং পুল, সেলুন, বিউটি পার্লার, জিম বন্ধ থাকবে 

• বন্ধ থাকবে সমস্ত পার্ক, চিড়িয়াখানা  

• সমস্ত অনুষ্ঠানে ৫০ জনের বেশি উপস্থিত নয়

• ‘দুয়ারে সরকার’ প্রকল্প এক মাস পিছল ২ ফেব্রুয়ারি থেকে ফের চালু ‘দুয়ারে সরকার’ প্রকল্প 

• কলকাতায় ব্রিটেন থাকা আসা উড়ানে নিষেধাজ্ঞা 

• বিদেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষার পরিমাণ বাড়ানো হচ্ছে 

• বিধিনিষেধ আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত কার্যকর।