আজ, বুধবার কলকাতা থেকে বিমানে বালুরঘাট গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বাকি রাস্তা কপ্টারে যাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমে জনসভা করেন ডায়মন্ড হারবারের সাংসদ। এদিন দিনাজপুরে জনসভা করার কথা ডায়মন্ড হারবারের সাংসদের। মঙ্গলবার কপ্টার জটিলতা হওয়ার জনসভায় পৌঁছতে দেরি হয় তৃণমূল সাংসদের। তা নিয়ে সরব হন অভিষেক। এদিন কপ্টারেই বালুরঘাট যান অভিষেক।
বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমে সভা-সহ একাধিক কর্মসূচি ছিল তাঁর। কর্মসূচির আগে অভিষেক চপার ঘিরে টানাপোড়েন শুরু হয়। অনুমতি দেওয়া হয়নি অভিষেকের চপারের। পরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কপ্টার নিয়ে রামপুরহাট পৌঁছন অভিষেক। মঙ্গলবারের পর বুধবার নিজের কপ্টারেই বালুরঘাট থেকে ইটাহারে গেলেন অভিষেক। সূত্রের খবর, এদিন বিমানে কলকাতা থেকে বালুরঘাট যান তিনি। সেখানেই এসআইআর হয়রানির শিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন অভিষেক।
Advertisement
তপনের পাতিরাম পঞ্চায়েত এলাকায় যাবেন অভিষেক। বাংলাদেশি সন্দেহে ভিনরাজ্যে অত্যাচারিত অসিত সরকারের বাড়ি যাবেন অভিষেক। গত বছরের এপ্রিলে বাংলা বলার অপরাধে অবৈধ অভিবাসী আইনে বালুরঘাটের বাসিন্দা অসিত ও গৌতমকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। স্বাভাবিকভাবেই তাঁদের পরিবারের সদস্যরা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হন। সুরাহা না মেলায় তৃণমূলের দ্বারস্থ হন তাঁরা। তৃণমূলের উদ্যোগেই ঘরে ফেরেন অসিত ও গৌতম। বুধবার সেই অসিতের বাড়িতেই যাবেন অভিষেক। এরপর ইটাহারে মেগা রোড শো করার কথা। রাতে উত্তরবঙ্গের বিধায়কদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
Advertisement
Advertisement



